প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ০৯:৪২ এএম
রামোজি রাও। ছবি : সংগৃহীত
বিশ্বের বৃহত্তম সিনেমা সেট ভারতের রামোজি ফিল্ম সিটি এবং তেলেগু ভাষার টিভি নেটওয়ার্ক ইটিভির প্রতিষ্ঠাতা রামোজি রাও মারা গেছেন। গতকাল শনিবার ভোরে হায়দরাবাদের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
ভারতের গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবর অনুযায়ী, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টের সমস্যায় শুক্রবার বিকালে রামোজিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির বেশ কয়েকদিন আগ থেকেই একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন রামোজি। খ্যাতিমান এই চলচ্চিত্র ব্যক্তিত্ব ছিলেন ভারতের প্রযোজনা সংস্থা ঊষাকিরণ মুভিজের প্রধান। প্রযোজক হিসেবে তিনি জিতেছেন জাতীয় চলচ্চিত্র ও দুটি ফিল্মফেয়ার পুরস্কার। রামোজির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতের চলচ্চিত্র অঙ্গনে। তবে চলচ্চিত্র তারকাদের পাশাপাশি দেশের প্রথম সারির ব্যক্তিত্বরাও রামোজির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোক জানিয়ে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।