× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিশা এবার নরসুন্দরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২৪ ০৯:৩৭ এএম

তানজিন তিশা

তানজিন তিশা

গত কয়েক বছরে ঈদের নাটকে তানজিন তিশার ব্যতিক্রমী  উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। পুতুলের সংসার, রিকশা গার্ল, সিকিউরিটি গার্লসহ বেশ কিছু নারীপ্রধান গল্পের নাটকে অভিনয় করে প্রশংসিতও হয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার ঈদ আয়োজনে একেবারেই অন্যরকম এক চরিত্রে হাজির হচ্ছেন তিশা। রাফাত মজুমদার পরিচালিত ‘নরসুন্দরী’ নামের এই নাটকের নাম ভূমিকায় দেখা যাবে তাকে। নাটকের নাম শুনেই বোঝা যাচ্ছেÑ এখানে তিশাকে দেখা যাবে একজন নাপিতের ভূমিকায়। গত মঙ্গলবার থেকে কালীগঞ্জের লোকেশনে শুরু হয়েছে নাটকটির শুটিং।

নরসুন্দরী নিয়ে তানজিন তিশা বলেছেন, ‘নাটকটির গল্প আমার কাছে নতুন, এখানে নিজের চরিত্রটিও নতুন। দুদিন হলো শুটিং করছি। আরও কয়েক দিন হবে। ঠিক ঠিকমতো কাজটি শেষ করতে পারলে ভালো একটি কাজ হতে পারে। এই কাজটি আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করতে পারে। তা ছাড়া নারীদের অধিকার, নারীদের সংগ্রামের গল্প নিয়ে কাজ করতে আমারও খুব ভালো লাগে।’

এই চরিত্রের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করেছেন সে গল্পও শুনিয়েছেন তিশা। জানালেন, ‘শুটিংয়ের আগে মগবাজার, কারওয়ান বাজারে গিয়ে সেলুনে ও রাস্তার ধারের নাপিতের কাছে দু-তিন ঘণ্টা করে বসে থেকে কাজটি দেখেছি। কাঁচি ধরা থেকে শুরু করে দাড়ি কামানোর কৌশল রপ্ত করার চেষ্টা করেছি।’

পরিচালক রাফাত মজুমদার জানান, বহ্নি নামের একটি চরিত্রে দেখা যাবে তিশাকে। গল্পে দেখা যাবে বহ্নির বাবা হঠাৎ খুন হয়। বোন ও মাকে নিয়ে সংসার চালাতে কলেজপড়ুয়া বহ্নিকে বাবার পেশা বেছে নিতে হয়। বাবা ছিলেন নাপিত। সংসার চালাতে বাবার পুরোনো সাইকেল চালিয়ে গ্রামের বাজারে বাজারে নাপিতের কাজ করতে থাকেন। কিন্তু প্রথমে তার এই কাজে বাধা আসে। একটা সময় নানা বৈষম্যের বাধায় এলাকা ছাড়তে হয় তাদের পরিবারকে। একজন মেয়ে হিসেবে বহ্নির জীবনে নতুন সংগ্রাম যোগ হয়। তিনি আরও জানান, নাটকটি লিখেছেন আহমেদ তাওকীর। এতে আরও অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, শরীফ সিরাজ, রওনক রিপন প্রমুখ। এবার ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা