× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্সরে আনকাট তুফান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৪ ১০:১০ এএম

মুক্তির পথে আরও এক ধাপ এগিয়ে গেল সুপারস্টার শাকিব খান অভিনীত এবং বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তুফান’।

মুক্তির পথে আরও এক ধাপ এগিয়ে গেল সুপারস্টার শাকিব খান অভিনীত এবং বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তুফান’।

মুক্তির পথে আরও এক ধাপ এগিয়ে গেল সুপারস্টার শাকিব খান অভিনীত এবং বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তুফান’। কোরবানির ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে। গতকাল বুধবার সেন্সর বোর্ড থেকে এ সংক্রান্ত ছাড়পত্র পৌঁছে দেওয়া হয়েছে সিনেমার পরিচালক ও প্রযোজকদের কাছে। এর আগে গত মঙ্গলবার রাতে মৌখিকভাবে ‘নো অবজেকশন’ জানানো হয় রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটিকে। সেন্সরে জমা দেওয়ার মাত্র তিন দিনের মধ্যেই ছাড়পত্র পেয়েছে ‘তুফান’।

ছাড়পত্র পাওয়ার খবর নিশ্চিত করেন সিনেমার প্রযোজক আলফা আই স্টুডিওস লিমিটেডের স্বত্বাধিকারী শাহরিয়ার শাকিল। গণমাধ্যমকে তিনি জানান, সেন্সরের আনুষ্ঠানিকতা শেষ। ‘তুফান’-এর মুক্তির প্রস্তুতি এখন চূড়ান্ত। এবার ঈদে এই সিনেমা দিয়ে হল কাঁপাবেন মেগাস্টার শাকিব খান। 

অ্যাকশনধর্মী সিনেমাটির টিজার প্রকাশের পরই শুরু হয়েছে উন্মাদনা। শাকিব খানের সঙ্গে এ সিনেমায় দেখা যাবে বাংলাদেশের চঞ্চল চৌধুরী, নাবিলা এবং পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তীসহ দুই দেশের একাধিক তারকাকে। সম্প্রতি সিনেমার একটি গান প্রকাশের পর উন্মাদনার পারদ আরও তুঙ্গে উঠেছে। সাধারণ দর্শকদের পাশাপাশি হল মালিক, পরিবেশক থেকে শুরু করে সিনেমা বাণিজ্যের সঙ্গে জড়িত প্রত্যেকেই উচ্ছ্বসিত ‘তুফান’ নিয়ে। তাদের আশা, বাংলাদেশের বাণিজ্যিক সিনেমার বাঁকবদল ঘটাবে রায়হান রাফির এ সিনেমা। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ সময়ের ব্যস্ত নির্মাতা রাফি বললেন, ‘টানা যে যুদ্ধের মধ্য দিয়ে গিয়েছি, সেটার ভালো একটা ফল হচ্ছে এই ছাড়পত্র। ধন্যবাদ জানাই সেন্সর বোর্ডের সদস্যদের। মাঠের যুদ্ধ আপাতত শেষ। এবার শুরু হবে হলের যুদ্ধ। ছবিটি নিয়ে সাধারণ দর্শক, হল মালিকদের মধ্যে যে উন্মাদনা তা আশার সঞ্চার করে।’

সেন্সর বোর্ডের অন্যতম সদস্য চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক কাজী হায়াৎ সিনেমাটি প্রসঙ্গে বলেন, ‘একজন দর্শক ও চলচ্চিত্র পরিচালক হিসেবে বলব, ছবিটি আমার কাছে ভালো লেগেছে। ছবিতে প্রাণ আছে।’ তিনি আরও বলেন, ‘হলমালিকদের কাছে খুবই আকাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত একটা ছবি তুফান। অনেক হলমালিক ফোন করে আমার কাছে ছবিটি সম্পর্কে জানতে চেয়েছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা