প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জুন ২০২৪ ১৯:৪৪ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৪ ২০:১৪ পিএম
ভারতের মুম্বাইয়ের রাস্তায় শনিবার রাতে বেশ বেকায়দা পরিস্থিতিতে পড়েছিলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা রাবিনা ট্যান্ডন। অভিযোগ ওঠে, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন রাবিনা। এ সময় পথচারীদের সঙ্গে তার বাদানুবাদ ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। এ নিয়ে নিজের ইনস্টাগ্রামে উদ্বেগ প্রকাশ করে রাবিনার প্রতি সহমর্মিতা জানিয়েছেন বলিউডের আরেক তারকা কঙ্গণা রানাওয়াত।
পুরো ঘটনাকে ভীতিকর হিসেবে উল্লেখ করে গত রবিবার এক পোস্টে কঙ্গণা লেখেন, রাবিনার সঙ্গে যা হয়েছে তা সত্যিই বেশ ভয় পাওয়ার মতো ঘটনা। ওই পথচারীদের দলে যদি আরও ৫-৬ জন থাকত, তা হলে তো রাবিনাকে তারা মেরেই ফেলতো। রাস্তায় এই ধরনের আচরণের আমরা নিন্দা করি। এ পথচারীদের তিরস্কার করা উচিত। এমন হিংসাত্মক ও বিষাক্ত আচরণ করেও এরা যেন পার না পেয়ে যায়।
কী ঘটেছিল গত শনিবার রাতে এ নিয়ে চলছে নানা আলোচনা। ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে। যেখানে পথচারী তিন নারী অভিযোগ করছেন, রাবিনার গাড়ি তাদের ধাক্কা দিয়েছে। তর্কাতর্কির একপর্যায়ে রাবিনাকে মারতে তেড়ে যাচ্ছিলেন ওই তিন নারী। এতে ভয় পেয়ে রাবিনা তাদের বলছিলেন, দয়া করে আমাকে মারবেন না।
ওই ভিডিওতে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, তিনি তার মা, বোন ও ভাইঝিকে নিয়ে রাবিনার বাড়ির পাশের একটি রাস্তায় হাঁটছিলেন। এ সময় রবিনার গাড়ি তার মাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করায় রাবিনা তাদের মারধর করেছেন।
এ ঘটনার পর রাবিনার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন পথচারী নারীরা। তবে ঘটনা তদন্তের পর মুম্বাই পুলিশ বলছে, রাবিনার গাড়ি নাকি কাউকে ধাক্কাই দেয়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশ জানিয়েছে, রাবিনার গাড়ির কাছাকাছি ওই তিন পথচারী চলে এসেছিলেন ঠিকই। কিন্তু কোনোভাবেই সেই গাড়ি তাদের ধাক্কা দেয়নি।