× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিয়ামের জংলিতে চমক প্রিন্স মাহমুদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৪ ১১:৫৪ এএম

সিয়াম ও প্রিন্স মাহমুদ। ছবি : সংগৃহীত

সিয়াম ও প্রিন্স মাহমুদ। ছবি : সংগৃহীত

দেশবরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। তার হাত ধরে অসংখ্য জনপ্রিয় গান এসেছে। প্রেম, বিরহ, বাবা, মা, বন্ধুত্ব, প্রার্থনা- নানামাত্রিক অনুভূতির গান দিয়ে তিনি কয়েক দশক ধরেই মুগ্ধ করে রেখেছেন বাংলা গানের শ্রোতাদের। বিশেষ করে ব্যান্ড গানের ক্ষেত্রে প্রিন্স মাহমুদ এক দারুণ সফল নাম। সংগীতাঙ্গনের বড় তারকারা যেমন তার গানে ক্যারিয়ারে বসন্তের হাওয়া পেয়েছেন, তেমন নতুন শিল্পীদের নিয়েও গান করে বাজিমাত করেছেন তিনি।

দীর্ঘ সংগীত জীবনে সিনেমায় অনুপস্থিত ছিলেন প্রিন্স মাহমুদ। তার ভক্তদের সেই আক্ষেপ ফুরিয়েছে গেল বছর প্রিয়তমা সিনেমা দিয়ে। সে ছবিতে ‘ইশ্বর’ গান দিয়ে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। সেই ধারাবাহিকতা বজায় রেখে গেল রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘রাজকুমার’ ছবিতেও তৈরি করেছেন দুটি গান। একটি বরবাদ, আরেকটি মা। দুটি গানই লুফে নিয়েছেন শ্রোতারা। শাকিবের দুটি সিনেমায় তিনটি গান করে চলচ্চিত্রপ্রেমীদের কাছেও শ্রদ্ধার আসনে বসেছেন প্রিন্স মাহমুদ।

সেই তিনি এবার চমক হিসেবে যুক্ত হলেন সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমায়। আসছে কোরবানির ঈদের বহুল আলোচিত সিনেমা এটি। এম রাহিম পরিচালিত এ ছবির সব গানই তৈরি করবেন ‘ভুবনডাঙ্গার হাসি’ খ্যাত এই সংগীতজ্ঞ।

জানা গেছে, জংলি ছবিতে থাকছে চারটি গান। সেগুলোর সুর-সংগীত করেছেন প্রিন্স মাহমুদ। তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। প্রিন্স মাহমুদ বলেন, নানান কাজে ডুবে থাকতে হয়। একটি ছবির সব গান করতে অনেক সময় দিতে হয়। সে সময় বের করা মুশকিল ছিল। তবে জংলির গানগুলো অসাধারণ হয়েছে। গানগুলো যারা গেয়েছেন তারাও দারুণ এফোর্ট দিয়ে ভালো করার তাড়না থেকে চেষ্টা করেছেন। আমিও আমার জায়গায় ভালো করার ট্রাই করেছি। ফলে দারুণ কিছু গান হয়েছে।’

জংলি দিয়েই প্রথমবার কোনো চলচ্চিত্রের সব গানের সুর-সংগীত করতে যাচ্ছেন প্রিন্স মাহমুদ। এ প্রসঙ্গে ছবির পরিচালক এম রাহিম বলেন, ‘জংলির সব গান প্রিন্স ভাই করছেন। আমাদের ছবির সঙ্গে প্রিন্স মাহমুদ নামটি ভালোভাবেই যুক্ত করতে পেরেছি, এটা আমাদের জন্য প্রাপ্তি। তিনি আমাদের কিংবদন্তি। গানগুলো এত ভালো করেছেন যে দর্শক-শ্রোতা বুঁদ হয়ে থাকবেন।’

সিয়ামও উচ্ছ্বসিত তার সিনেমার গানে প্রিন্স মাহমুদকে পেয়ে। এ নায়ক বলেন, ‘প্রিন্স মাহমুদ আমাদের কাছে ইমোশন। তার গান গেয়ে-শুনে আমরা বড় হয়েছি। সেই তিনি আমার ছবির জন্য, আমার জন্য গান তৈরি করছেন। ভাবতেই ভালো লাগছে। অবশ্যই প্রত্যাশা করছি, দারুণ কিছু হবে।’

জংলিতে অভিনয় করছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দিলারা জামান, এরফান মৃধা শিবলু, সোহেল খান। বর্তমানে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা