× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফ্রিকান ভালোবাসায় আপ্লুত ফারিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৪ ১০:৫৭ এএম

এক আফ্রিকান ছাত্র নুসরাত পেনসিলে এঁকেছেন ফারিয়ার ছবি।

এক আফ্রিকান ছাত্র নুসরাত পেনসিলে এঁকেছেন ফারিয়ার ছবি।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। ভারতের গুজরাটে অবস্থিত পারুল বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। খবরটা ইতোমধ্যে জানাজানি হয়ে গেছে। তবে শুভেচ্ছাদূত হিসেবে সেখানে গিয়ে চমকপ্রদ একটি বিষয়ের সাক্ষী হলেন তিনি।

২৪ মে বিশ্ববিদ্যালয়টির একটি প্রি-কনভোকেশন অনুষ্ঠান ছিল। সেখানে অতিথি হিসেবে উপস্থিত হন ফারিয়া। তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে সম্মাননা ক্রেস্ট। আর তিনি শুনিয়েছেন নিজের জীবনের গল্প, সাফল্যের গল্প।

এর মধ্যেই ফারিয়া চমকে যান এক আফ্রিকান ছাত্রের কাণ্ডে। যিনি পেনসিলে এঁকেছেন ফারিয়ার ছবি। আবার সেই ছবি বাঁধাই করে নিয়ে এসেছেন নায়িকার জন্য। মঞ্চে উঠে নিজ হাতেই ফারিয়াকে তা উপহার দেন। আকস্মিক এ চমকে অভিভূত হয়েছেন নায়িকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ও মূলত আফ্রিকান তরুণ, এ বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমাকে দেখে তাৎক্ষণিক ছবিটি এঁকেছিল। এরপর মঞ্চে উঠে এসে আমাকে উপহার দিয়েছে। এমন প্রাপ্তিতে দারুণ অনুভূতি হয়েছিল।’

প্রশ্ন হতে পারে, ভারতে এত এত তারকা থাকতে ফারিয়াকে কেন ওই বিশ্ববিদ্যালয়টি শুভেচ্ছাদূত হিসেবে বাছাই করল? নায়িকা জানালেন, এর কৃতিত্ব শিক্ষার্থীদের। তার ভাষ্য, ‘এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকে পশ্চিমবঙ্গের, বাংলাদেশেরও আছে কিছু। তো আমিসহ কয়েকজন তারকাকে নিয়ে সেখানে জরিপ চালানো হয়েছিল। তাতে আমার নামটি সবার ওপরে আসে। এর পর থেকেই তারা আমার সঙ্গে যোগাযোগ করতে থাকে। অবশেষে গত মাসে শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি।’

অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন ফারিয়া। সঙ্গে লিখেছেন, ‘এটা সত্যিই অনবদ্য অভিজ্ঞতা। এটি গুজরাটের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। যেখানে ৭০টির বেশি দেশের ৫০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। সেই বিশ্ববিদ্যালয়ের গেস্ট অব অনার হওয়া আমার জন্য খুবই আনন্দের।’

নুসরাত ফারিয়াকে সর্বশেষ বড়পর্দায় দেখা গেছে গত বছর ‘মুজিব : একটি জাতির রূপকার’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে তার ‘ফুটবল ৭১’, ‘রকস্টার’সহ একাধিক ছবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা