× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শজিমেকে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

বগুড়া অফিস

প্রকাশ : ০২ মে ২০২৪ ২১:৫২ পিএম

হামলার পর কলেজ ছাত্রাবাসের কক্ষ। প্রবা ফটো

হামলার পর কলেজ ছাত্রাবাসের কক্ষ। প্রবা ফটো

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) পড়ার টেবিল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২ মে) দুপুরে মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে বুধবার (১ মে) রাতে হামলার ঘটনা ঘটে। এ হামলায় কমপক্ষে ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীরা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন- রিদওয়ান হক, সীমান্ত, আলী হাসান, ইসমাম ও অপর্ণ নিলয়।

শিক্ষার্থীরা জানান, পড়ার টেবিল দখল করাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় কলেজ ছাত্রাবাসের অন্তত ছয়টি কক্ষ ভাঙচুর করা হয়। যেখানে মেডিকেলের কংকাল, হাড়, ল্যাপটপ, ফ্রিজ সহ অন্যন্য দামী আসবাবপত্র ছিল।

তারা জানান, মূলত নতুন বর্ষের শিক্ষার্থীদের রাজনীতিতে টানাসহ ক্যাম্পাসে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে কলেজ শাখা ছাত্রলীগের একাংশ। একই সঙ্গে, রাজনীতির নামে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করতে চায় তারা। আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের এসব কর্মকাণ্ড থেকে দূরে থাকতে চাই।

এ বিষয়ে বগুড়া শজিমেক ছাত্রলীগের সহ-সভাপতি অর্ঘ্য রায় বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা কোন ধরণের হামলা চালায়নি। বরং তারাই আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে। মিথ্যা ও বানোয়াট ঘটনা তৈরি করে ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে এক পক্ষ।’

বগুড়া শজিমেক অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল আলম জুয়েল জানান, ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ‘শজিমেকের ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। শুনেছি কলেজ কর্তৃপক্ষ এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। তবে আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা