× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসনপ্রতি লড়বে ১৫ জন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৪ ১৯:৪৩ পিএম

আপডেট : ০২ মে ২০২৪ ২১:৩০ পিএম

গুচ্ছ ভর্তি পরীক্ষা। ছবি : সংগৃহীত

গুচ্ছ ভর্তি পরীক্ষা। ছবি : সংগৃহীত

দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (৩ মে) অনুষ্ঠিত হবে। ‘খ’ ইউনিটে ৬ হাজার আসনের বিপরীতে পরীক্ষা দেবে মোট ৯৪ হাজার ৬৩১ জন। প্রতি আসনের বিপরীতে লড়বে ১৫ জন শিক্ষার্থী।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এ বছর মানবিক বিভাগে (বি ইউনিটে) প্রায় ৬ হাজার আসনের বিপরীতে পরীক্ষা দেবে ৯৪ হাজার ৬৩১ জন শিক্ষার্থী। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষা দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রের অধীনে পরীক্ষা দেবে মোট ১৯ হাজার ৭৭৩ জন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও জবি কেন্দ্রের ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ জবির অধীনে আরও তিনটি উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মূল কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৩৫২ জন, উইলস লিটল ফ্লাওয়ার কলেজে ২ হাজার ৭২১ জন, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে ৩ হাজার ২০০ এবং মতিঝিল উচ্চ বালিকাতে পরীক্ষা দেবে ১ হাজার ৫০০ জন। ‘খ’ ইউনিটে দুটি ইনস্টিটিউট ও ১৫টি বিভাগে মোট আসন ১ হাজার ২৭০টি।’

ভর্তি পরীক্ষার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে ডিন বলেন, ‘ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রয়োজনীয় সকল কাগজপত্রের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষার আগ মুহূর্তে প্রশ্ন এলে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রত্যেক কেন্দ্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া আছে।’

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরীক্ষার দিন প্রক্টরিয়াল ও পুলিশের টিম থাকবে। সারা দেশে পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার থাকবে।’

গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘বিগত ভর্তি পরীক্ষার মতোই কেন্দ্রসমূহে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। পরীক্ষার সময় কোনো পরীক্ষার্থী বা দায়িত্বরত কেউ মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। যদি কেউ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে বা অসদুপায় অবলম্বন করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কাম্য।’

এর আগে ২৭ এপ্রিল গুচ্ছ ‘এ’ ইউনিটের অনুষ্ঠিত পরীক্ষায় তীব্র গরমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের বাইরে সুপেয় পানি, ভ্রাম্যমাণ চিকিৎসক ও চেয়ারের ব্যবস্থা করা হয়। এতে সেবা নেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। ‘বি’ ইউনিটের পরীক্ষাতেও এই সেবা থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা