রাউজান (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪ ২২:২৩ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৪ ২২:৪৩ পিএম
চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বাসে আগুন। প্রবা ফটো
বাসচাপায় মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। দুজনের মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে জড়ো হয়ে অবরোধ করেছে উত্তেজিত শিক্ষার্থীরা। পাশাপাশি তারা একটি বাসে আগুন দিয়েছে।
সোমবার (২২ এপ্রিল) বিকালে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া সেলিনা কাদের কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শান্ত সাহা ও তৌফিক হোসেন। নিহত শান্ত নরসিংদী উপজেলার নরসিংদী সদরের ৪ নম্বর ওর্য়াডের কাজল সাহার ছেলে। তৌফিক নোয়াখালী নিউ কলেজ রোডের সুধারাম ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে। তাদের মধ্যে শান্ত সাহা পুরকৌশল বিভাগের এবং তৌফিক হোসেন একই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তার অবস্থা আশঙ্কাজনক।
চুয়েট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাবেদ মিয়া প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাপ্তাই সড়কে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও এভারকেয়ার হাসপাতালে পাঠান হলো চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিক্ষার্থীরা সড়ক অবরোধের পাশাপাশি একটি বাসে আগুন দিয়েছে।
এসআই বলেন, পরে ফায়ার সার্ভিস এসে বাসের আগুন নেভাতে সক্ষম হলেও বাসটি প্রায় পুড়ে যায়। শিক্ষার্থীরা রাত ৯টা ১৫ মিনিটের সময় অবরোধ তুলে নিয়ে আগামীকাল ৯টায় পুনরায় অবরোধের ঘোষণা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।