× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বালিশ কেলেঙ্কারির পর রাবিতে ছাদধস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মজিদ সন্সের বিরুদ্ধে তদন্তে দুদক

রাজশাহী অফিস

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ২০:১১ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৪ ২০:৩৭ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ১০ তলা আবাসিক হলের ছাদধসের ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠান মজিদ সন্সের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। প্রবা ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ১০ তলা আবাসিক হলের ছাদধসের ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠান মজিদ সন্সের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। প্রবা ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ১০ তলা আবাসিক হলের ছাদধসের ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠান মজিদ সন্সের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। এর আগে মজিদ সন্স রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বালিশ সরবরাহ করতে গিয়ে কেলেঙ্কারিতে জড়ায়, যেখানে প্রতিটি বালিশের দাম দেখানো হয় ৫ হাজার ৯৫৭ টাকা। আর প্রতিটি বালিশ আবাসিক ভবনের খাটে তোলার মজুরি দেখানো হয় ৭৬০ টাকা।

রবিবার (২১ এপ্রিল) দুপুরে দুদকের পাঁচ সদস্যের একটি দল হঠাৎ করেই রাজশাহী বিশ্ববিদ্যালয় গিয়ে উপস্থিত হয় ছাদধসের ঘটনা তদন্তের জন্য। এতে নেতৃত্ব দেন দুদকের রাজশাহী জেলার সহকারী পরিচালক আমির হোসেন। তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ ভবন নির্মাণসংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন। সংশ্লিষ্ট ভবন পরিদর্শন করেন। তাদের সঙ্গে সরকারি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রকৌশলীরা ছিলেন। ভবনের কারিগরি ত্রুটি ও ব্যবহৃত সামগ্রী চিহ্নিত করতে প্রকৌশলীদের সঙ্গে নেয় দুদক। দুদকের তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. তরিকুল হাসান।


তদন্ত দলের প্রধান আমির হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি অনিয়ম আছে। আমরা ভবনসংক্রান্ত সকল নথিপত্র নিয়েছি। সমস্ত আলামত কমিশনের কাছে সাবমিট করার পর সিদ্ধান্ত হবে। একজন দুদক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সমালোচিত মজিদ সন্স এত টাকার কাজ কীভাবে পেল এবং কীভাবে কাজ করছে, তার সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।’


দুদকের রাজশাহী জেলার উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, এই তদন্ত দলের সঙ্গে সরকারের সিভিল বিভাগের প্রকৌশলীরাও রয়েছেন। রাবির আবাসিক হল ও একটি ২০ তলা ভবনের কারিগরি দিক খতিয়ে দেখতে ও ভবন নির্মাণে ব্যবহৃত সামগ্রীর মান যাচাই করতে সিভিল বিভাগের প্রকৌশলীদের সঙ্গে রাখা হয়েছে। তদন্ত শেষে ঠিকাদার বা রাবিসংশ্লিষ্ট যাকেই অভিযুক্ত পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


সূত্র জানায়, মজিদ সন্স রাজশাহীতে ৫৪৭ কোটি টাকার কাজ করছে। রাবিতে দুর্ঘটনার পর থেকে এই ঠিকাদারের রাজশাহীতে চলমান সব উন্নয়ন প্রকল্পের মান নিয়ে সন্দেহ প্রকাশ করেছে সংশ্লিষ্ট সকল মহল। 


৩০ জানুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলা শহীদ এএইচএম কামারুজ্জামান আবাসিক হলের অডিটোরিয়াম অংশের ছাদ ধসে পড়ে, যা নির্মাণ করেছে মুজিব সন্স। প্রতিষ্ঠানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ২০১৯ সালে বালিশ কেলেঙ্কারিতে জড়িয়েছিল।

মজিদ সন্স রাজশাহীর গুরুত্বপূর্ণ চার প্রতিষ্ঠানে ৫৪৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্পে কাজ করছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, রাজশাহী ওয়াসায় ১০ তলা ভবন নির্মাণ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০ তলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভবন, রাবিতে ২০ তলা বিজ্ঞান ভবন, ১০ তলা এএইচএম কামারুজ্জামান হল নির্মাণ, রাজশাহী সিটির রাজিব চত্বরে ফ্লাইওভার, শালবাগান কাঁচা বাজার ও ভদ্রায় মার্কেট নির্মাণ। প্রতিটি কাজেই ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা