প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ০০:৩২ এএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ১০:৪৫ এএম
ছবি : সংগৃহীত
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইথিক্যাল ভ্যালুস : ডাইভারসিটি, রেসপেক্ট অ্যান্ড ফেয়ারনেস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অফিসের উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়। আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. মো. সারওয়ার মোর্শেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
কর্মশালায় প্রফেসর মিজানুর রহমান ইথিকসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবহারবিধি, আচরণ, সততা, নিয়মানুবর্তিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেই সঙ্গে তার কর্মময় জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কী রকম সম্পর্ক হওয়া উচিত এসব বিষয়ে আলোকপাত করেন।
ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শিক্ষক, কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সেই সঙ্গে সঠিক সময়ে অফিসে উপস্থিত হওয়া কর্তব্য। তিনি তার বিভিন্ন দেশে শিক্ষকতার অজ্ঞিতা তুলে ধরে সততার সঙ্গে সবাইকে কাজ করার নির্দেশনা দেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের ডিরেক্টর, ডিন, বিভাগীয় ও অফিস প্রধান বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী।