× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুয়েট শিক্ষার্থীদের ভোটাভুটি : ‘৯৭ শতাংশ’ শিক্ষার্থী ছাত্ররাজনীতির বিপক্ষে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪ ২১:৩১ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪ ২২:৪৮ পিএম

বুয়েটে আন্দোলনরত সাধরণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করছেন। প্রবা ফটো

বুয়েটে আন্দোলনরত সাধরণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করছেন। প্রবা ফটো

ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনকারী শিক্ষার্থীরা অনলাইনে একটি ভোটাভুটির আয়োজন করেছেন। সমীক্ষা অনুযায়ী, ৯৭ শতাংশ শিক্ষার্থীই ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চান না। প্রায় ছয় হাজার শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৬৮৩ জন ভোট দিয়েছেন ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিরুদ্ধে।

বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বুয়েটে ড. এমএ রশীদ প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা এ তথ্য জানান।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ‘দুই দিন ধরে জনমত নিরীক্ষণের জন্য আমরা আমাদের নিজ নিজ ইনস্টিটিউশনাল মেইল ব্যবহার করে ছাত্ররাজনীতির পক্ষে-বিপক্ষে অনলাইনে ভোটগ্রহণ করি। এতে মোট ৫ হাজার ৮৩৪ জনের মধ্যে ছাত্ররাজনীতির বিপক্ষে স্বাক্ষর প্রদান করেছে ৫ হাজার ৬৮৩ জন। অর্থাৎ ৯৭ শতাংশ শিক্ষার্থীই ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’

ছাত্রদলের সংহতিকে প্রত্যাখ্যান

বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ রাখতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ছাত্রদলের সংহতি প্রকাশকে ‘রাজনৈতিকভাবে মদদপুষ্ট’ মন্তব্য করে তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা।

ছাত্রদলের অবস্থানের বিষয়ে তারা বলেন, ‘আমাদের অবস্থান কোনো একক ছাত্রসংগঠনের বিরুদ্ধে নয়। আমরা ছাত্ররাজনীতিই ক্যাম্পাসে প্রবেশের বিরুদ্ধে। যেকোনো সংগঠনের বিরুদ্ধেই আমাদের অবস্থান সমান এবং অনড়।’

এই ইস্যুতে ছাত্রদলের বক্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে তারা বলেন, ‘বুয়েট ইস্যুতে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অবস্থান স্পষ্টকরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থানের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংগঠনটি জানায়, ছাত্রদল একটি গণতান্ত্রিক ছাত্রসংগঠন হিসেবে সুস্থ ধারার গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি চর্চায় বিশ্বাসী। ছাত্রদল বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ক্যাম্পাসে অপরাজনীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছে।’

ছাত্রদলের এই বক্তব্য প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা বলেন, ‘ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে চলমান আন্দোলনের এই সংকটপূর্ণ মুহূর্তে ছাত্রদলের এমন বক্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করি। তাদের এই রাজনৈতিকভাবে মদদপুষ্ট সংহতিকে আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখান করছি।’

তারা আরও বলেন, ‘২০২০ সালের জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন করে ছাত্রদল যখন বুয়েটে তাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করে, তখনও আমাদের তৎকালীন অগ্রজ ব্যাচ ‘পৌনঃপুনিক ১৫’ তাদের এই কার্যকলাপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে। এ ছাড়াও ভিসি ও ডিএসডব্লিউ বরাবর তড়িৎ পদক্ষেপ গ্রহণের আবেদন করে। তারা আরও উল্লেখ করেন, হিজবুত তাহরীরের মতো নিষিদ্ধ মৌলবাদী সংগঠনের অস্তিত্বকেই আমরা সমর্থন করি না। সেখানে এরূপ নিষিদ্ধ সংগঠনের সমর্থন বা সহানুভূতি গ্রহণ করার প্রশ্নই আসে না।‘

চলমান আন্দোলনের প্রেক্ষাপটকে ভিন্ন খাতে প্রবাহিত করার যেকোনো প্রচেষ্টাকে ধিক্কার জানিয়ে তারা বলেন, ‘পরবর্তী সময়ে অন্য কোনো সংগঠনও যদি এমন বক্তব্য দিয়ে আমাদের আন্দোলনের দাবি এবং অবস্থানকে ঘোলাটে করার অপচেষ্টায় লিপ্ত হয়, তবে আমরা তাদেরও প্রত্যাখ্যান করব।‘

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা