× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকদের কক্ষ থেকে বের করে দিলেন জবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ১৮:৪৩ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৪ ১৯:১০ পিএম

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অবন্তিকার আত্মহত্যায় দায়ীদের বিচার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের কনফারেন্স কক্ষে স্মারকলিপি দিতে যান। প্রবা ফটো

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অবন্তিকার আত্মহত্যায় দায়ীদের বিচার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের কনফারেন্স কক্ষে স্মারকলিপি দিতে যান। প্রবা ফটো

শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের কনফারেন্স কক্ষে প্রবেশ করায় সাংবাদিকদের ধমক দিয়ে কক্ষ থেকে বের করে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে অবন্তিকার আত্মহত্যায় দায়ীদের বিচার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের কনফারেন্স কক্ষে স্মারকলিপি দিতে যান। সেসময় সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরাও সেখানে ঢুকে পড়লে এমন কাণ্ড ঘটান উপাচার্য।

এ বিষয়ে প্রক্টর বলছেন, সাংবাদিকদের সেখানে আগেই না যেতে বলা হয়েছিল।

কনফারেন্স কক্ষে ঢুকে সাংবাদিকদের দেখে ক্ষিপ্ত হয়ে অধ্যাপক সাদেকা হালিম বলেন, ‘আপনারা এখানে কেন? এখানে তো শুধু শিক্ষার্থীরা থাকবে। আপনাদের সঙ্গে আমার কথা নেই। গণমাধ্যম বের হলে আমি প্রবেশ করব।’

এ সময় আন্দোলনকারীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘তোমরা কেন গণমাধ্যম নিয়ে আসছ? আমি কথা বলব শিক্ষার্থীদের সঙ্গে। গণমাধ্যমকে আমি এখানে ডাকিনি।’

এরপর সাংবাদিকরা সেখান থেকে বের হয়ে আসেন। এ সময় বিভিন্ন বেসরকারি টেলিভিশন, জাতীয় দৈনিকসহ অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা বলছেন, উপাচার্য সুন্দর করে বিষয়টা বলতে পারতেন। পরে উপাচার্যের বক্তব্য বয়কটের ঘোষণা দেন সাংবাদিকরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘তখন গুরুত্বপূর্ণ নিয়োগ বোর্ড চলছিল। বিষয়টি খুবই গোপনীয়। আমি আগেই সাংবাদিকদের অনুরোধ করেছিলাম, আগেই ওপরে না যেতে। সময় হলে আমি তাদের ডেকে পাঠাব বলেছিলাম। কিন্তু তারা সেটা না রেখেই উপাচার্যের কনফারেন্স কক্ষে প্রবেশ করেন। পরে আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা