× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে : চবির নতুন উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ১৬:০১ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৪ ১৬:৪৯ পিএম

চবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন। প্রবা ফটো

চবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন। প্রবা ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের বলেছেন, ‘শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। আমাদের টিম হয়ে কাজ করতে হবে।’  

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কক্ষে চবি সাংবাদিক সমিতির সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বিভিন্ন আদর্শ থাকবে। আমি নিজেও এক আদর্শের মানুষ। আমি একসময় ছাত্র সংগঠন করেছি, নির্বাচনও করেছি। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন রয়েছে, যা আমাকে নিরপেক্ষ অবস্থান নিতে বাধ্য করবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার জায়গা। এখানে সমাজ যা চায়, তেমন কারিকুলাম করতে হবে। আমি ৩০ থেকে ৪০ বছর পুরোনো কারিকুলাম পড়াতে পারব না। আমাদের কারিকুলাম চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী হতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মূল কাজ জ্ঞান সৃষ্টি, জ্ঞান বিতরণ ও জ্ঞান সংরক্ষণ। জ্ঞান সৃষ্টি করতে প্রয়োজন গবেষণা। বিশ্ববিদ্যালয় হচ্ছে গবেষণার মূল জায়গা। যে গবেষণা মানুষের কাজে আসবে না, সেই গবেষণার প্রয়োজন নেই। আমাদের শিক্ষকদের মনে রাখতে হবে, গবেষণাই জীবনের মূল লক্ষ্য।’

সভায় উপস্থিত ছিলেন- চবি সাংবাদিক সমিতির সহসভাপতি আহমেদ জুনাইদ, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়াজ মোহাম্মদ, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জানে আলমসহ সমিতির সদস্যরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা