× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নিপীড়কদের শেল্টার হাউস হয়ে উঠেছে জবি’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ১৫:৪৫ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৪ ১৬:১২ পিএম

বৃহস্পতিবার ‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’এর ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রবা ফটো

বৃহস্পতিবার ‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’এর ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রবা ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নিপীড়কদের ‘শেল্টার হাউস’ হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের আরও অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অপশক্তি নিপীড়কদের আশ্রয় দিয়ে ক্যাম্পাসে নিপীড়নের মহোৎসবের সুযোগ করে দিয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’এর ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীরা এসব কথা বলেন।

‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ এর সংগঠক কিশোর সাম্য বলেন, বিশ্ববিদ্যালয়ে একের পর এক নিপীড়নের ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ দিয়েও নিপীড়নের শিকার শিক্ষার্থীরা বিচার পায়নি। ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিপীড়কদের শেল্টার হাউস হয়ে উঠেছে।’

তিনি আরও বলেন, ‘অবন্তিকার আত্মহত্যার ঘটনার পর আরও অনেকগুলো নিপীড়নের অভিযোগ সামনে এসেছে, যেখানে নিপীড়করা দেদারসে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। তারা আরও ভুক্তভোগীদের হুমকিধমকি দিয়েছে। নিপীড়কদের ক্যাম্পাসের বিভিন্ন অপশক্তি আশ্রয় দিয়ে আসছে। বিচার না হওয়ায় ক্যাম্পাসে নিপীড়নের মহোৎসব হচ্ছে।’

শিক্ষার্থী শাহ সোবহান সাকিব বলেন, ‘গতকাল আমরা স্মারকলিপির দাবিগুলো গণমাধ্যমে বলেছিলাম। আজ উপাচার্য ক্যাম্পাসে এসেছেন। তার কাছে সেটা জমা দিয়েছি। উপাচার্য আমাদের আশ্বস্ত করেছেন। তদন্ত অনেক দূর এগিয়েছে। কিন্তু আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আজ গ্রাফিতি কর্মসূচি চলছে। আগামী রবিবার গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হবে।’

আরেক আন্দোলনকারী শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, ‘এখন থেকে যেকোনো শিক্ষার্থী নিপীড়নের শিকার হলে তার পাশে দাঁড়াবে ‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’। এটি নিপীড়নের শিকার শিক্ষার্থীদের বিচার পাইয়ে দিতে সহযোগিতার জন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’

উপাচার্যের বরাবর দেওয়া স্মারকলিপিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন।

দাবিগুলো হচ্ছে- অবন্তিকা হত্যার সমস্ত প্রমাণ আমলে নিয়ে দ্রুত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিশ্ববিদ্যালয় আইনে এবং রাষ্ট্রীয় আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; দ্রুততম সময়ে সম্পূর্ণ প্রভাবমুক্ত যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করতে হবে; অংকন বিশ্বাসসহ পূর্বে দায়েরকৃত সব অভিযোগের দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে; পূর্বতন প্রক্টোরিয়াল বডির বিরুদ্ধে গ্রহণযোগ্য তদন্ত করতে হবে এবং দোষীদের শাস্তির আওতায় আনতে হবে; ফাইরুজ অবন্তিকা এবং অংকন বিশ্বাদের স্মৃতিতে ক্যাম্পাসে দুটি স্মারক ফলক নির্মাণ কারতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা