× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক উপজেলা থেকে চবি পেয়েছে চার উপাচার্য

এস এম রানা, চট্টগ্রাম

প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ১২:১৯ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৪ ১৩:০৪ পিএম

বাঁ থেকে কথাসাহিত্যিক আবুল ফজল, আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ও ড. অধ্যাপক মো. আবু তাহের। প্রবা কোলাজ

বাঁ থেকে কথাসাহিত্যিক আবুল ফজল, আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ও ড. অধ্যাপক মো. আবু তাহের। প্রবা কোলাজ

১৯৬৬ সালে যাত্রা শুরুর পর থেকে এই পর্যন্ত ১৯ জন উপাচার্য পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৮তম ভিসির দায়িত্বপালনকারী অধ্যাপক ড. শিরীণ আখতার ছিলেন স্বনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম নারী ভিসি। গত ১৯ মার্চ ১৯তম ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের। 

ড. মো. আবু তাহের ১৯তম ভিসি নিয়োগ হওয়ার মধ্য দিয়ে নতুন একটি গৌরবোজ্জ্বল ইতিহাস তৈরি হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাবাসীর জন্য। এর আগে এই উপজেলা থেকে আরও তিন শিক্ষা ব্যক্তিত্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ ড. অধ্যাপক মো. আবু তাহের ভিসি নিয়োগ পাওয়ার মধ্য দিয়ে একই উপজেলার চার কৃতী সন্তান এমন নজির স্থাপন করলেন। 

একই উপজেলার চার ব্যক্তিত্ব ভিন্ন ভিন্ন সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালনের সুযোগ পাওয়াকে সাতকানিয়ার মানুষের জন্য বিরল সম্মানের বিষয় বলে বর্ণনা করেছেন বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞাপন ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের বাসিন্দা ড. অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন।

তিনি বলেন, ‘আমি দীর্ঘকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। আমার আগে এবং বর্তমান সময়ে সাতকানিয়ার চারজন কৃতী সন্তান ও শিক্ষাব্যক্তিত্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্যের দায়িত্ব পালন করেছেন। এটা সাতকানিয়ার মানুষের জন্য বিরল সম্মানের বিষয়।’

তিনি বলেন, ‘প্রচারিত সত্য হলো, সাতকানিয়ার মানুষরা ব্যবসামুখী। কিন্তু এখানকার শিক্ষিত মানুষেরাও আলো ছড়াচ্ছেন। এটা তারই উদাহরণ।’ 

তথ্যানুসন্ধানে জানা যায়, সাতকানিয়ার কেঁওচিয়া গ্রামের বাসিন্দা প্রখ্যাত কথাসাহিত্যিক আবুল ফজল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে দায়িত্ব নিয়েছিলেন ১৯৭৩ সালে। পরবর্তী দুই বছর তিনি সেই দায়িত্ব পালন করেন। এরপর একই উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বাসিন্দা অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন দ্বিতীয় ব্যক্তি ভিসি হিসেবে নিয়োগ পান ১৯৮৮ সালের ২৩ মে। বিশ্ববিদ্যালয়টির অষ্টম ভিসি হিসেবে তিনি ওই পদে দায়িত্ব পালন করেন ১৯৯১ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত। সাতকানিয়ার বাসিন্দাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে ভিসি হিসেবে নিয়োগ পান অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। তিনি ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত চবির ভিসির দায়িত্ব পালন করেন। সর্বশেষ গতকাল ১৯ মার্চ নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। তিনি সাতকানিয়ার মার্দাশা ইউনিয়নের বাসিন্দা।

ভিসি পদে নিজের পাশের ইউনিয়নের বাসিন্দা নিয়োগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। তিনি বর্তমানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রয়েছেন।

তিনি বলেন, ‘ড. আবু তাহের ভিসি পদে নিয়োগ পাওয়ায় আমি গর্ববোধ করছি। ওই পদে আমিও দায়িত্ব পালন করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯তম ভিসি তিনি। এর মধ্যেই চারজন একই উপজেলার। এটা সাতকানিয়ার মানুষের জন্য অত্যন্ত সম্মানের বিষয়।’

তিনি আরও বলেন, ‘বলা হয়, সাতকানিয়ার মানুষ মানেই ব্যবসায়ী। এক অর্থে এটাও ঠিক। এখন তো বিশ্বের নানাপ্রান্তে সাতকানিয়ার মানুষ ব্যবসা করছেন। কিন্তু পাশাপাশি শিক্ষা-সংস্কৃতিতে সাতকানিয়ার মানুষ বেশ এগিয়ে আছেন। এটা সঠিকভাবে প্রচার পায় না।’

সাতকানিয়ার বর্তমান শিক্ষার্থীদের প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, ‘আমি যখন ১৯৬৭ সালে কুমিল্লা বোর্ড থেকে স্ট্যান্ড করি, তখন লোকজন দূরদূরান্ত থেকে আমাকে দেখতে এসেছিল। এখন সাতকানিয়ার শিক্ষাবিদরাই নবীনদের প্রেরণা। ভালো লেখাপড়া করলে জীবনে সাফল্য আসবেই। অধ্যাপক আবুল ফজল থেকে ড. আবু তাহের পর্যন্ত সেই প্রেরণার উৎস।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা