× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুবির চার হাউস টিউটরের পদত্যাগ

কুবি প্রতিনিধি

প্রকাশ : ২০ মার্চ ২০২৪ ১৭:০০ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৪ ১৮:৫৮ পিএম

ওপরে বাঁ পাশে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের হাউস টিউটর ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান, ডানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউস টিউটর মোহাম্মদ জসীম উদ্দিন, নিচে বাঁয়ে কাজী নজরুল ইসলাম হলের হাউস টিউটর অর্ণব বিশ্বাস এবং ডানে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের হাউস টিউটর জয় চন্দ্র রাজবংশী।

ওপরে বাঁ পাশে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের হাউস টিউটর ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান, ডানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউস টিউটর মোহাম্মদ জসীম উদ্দিন, নিচে বাঁয়ে কাজী নজরুল ইসলাম হলের হাউস টিউটর অর্ণব বিশ্বাস এবং ডানে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের হাউস টিউটর জয় চন্দ্র রাজবংশী।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়মের অভিযোগ তুলে চারজন হাউস টিউটর পদত্যাগ করেছেন। বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বরাবর আলাদা আলাদা পদত্যাগপত্র জমা দেন তারা।

ওই চার শিক্ষক হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউস টিউটর মোহাম্মদ জসীম উদ্দিন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের হাউস টিউটর ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান, কাজী নজরুল ইসলাম হলের হাউস টিউটর অর্ণব বিশ্বাস ও নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের হাউস টিউটর জয় চন্দ্র রাজবংশী।

পদত্যাগপত্রে ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের স্বেচ্ছাচারিতা, নিয়মবহির্ভূত বিভিন্ন শর্তারোপ, সিন্ডিকেটের এজেন্ডা বহির্ভূত অনিয়মতান্ত্রিকভাবে ডিন নিয়োগ, যোগ্যোতা থাকা সত্ত্বেও বিভিন্ন বিভাগের শিক্ষকদের পদোন্নতি না দিয়ে উল্টো বেআইনি শর্তারোপের প্রতিবাদে আমি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের হাউস টিউটর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।’

মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় বর্তমান প্রশাসনের বিভিন্ন প্রশাসনিক অনিয়মের জন্য আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউস টিউটরের দায়িত্ব পালনে অসম্মতি জ্ঞাপন করছি।’

অর্ণব বিশ্বাস বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক বিশ্ববিদ্যালয়ে বিরাজমান নানাবিধ একাডেমিক সংকটের কোনো কার্যকরী সমাধান না করা, নিয়মবহির্ভূত বিভিন্ন শর্তারোপ, যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন বিভাগের শিক্ষকদের পদোন্নতি না দিয়ে উল্টো নীতিমালা বহির্ভূত নানাবিধ শর্তারোপের প্রতিবাদে আমি কাজী নজরুল ইসলাম হলের হাউস টিউটর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।’

জয় চন্দ্র রাজবংশী বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নানাবিধ অব্যবস্থাপনা, স্বেচ্ছাচারিতা, নিয়মবহির্ভূত বিভিন্ন শর্তারোপ, সিন্ডিকেটের এজেন্ডা বহির্ভূত অনিয়মতান্ত্রিকভাবে ডিন নিয়োগ, যোগ্যতা থাকা স্বত্ত্বেও বিভিন্ন বিভাগের শিক্ষকদের পদোন্নতি প্রদান না করে উল্টো বেআইনি শর্তারোপের ও শিক্ষকদের সঙ্গে অন্যায্য আচরণের প্রতিবাদ স্বরূপ আমি নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের হাউস টিউটর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।’

এর আগে গত ৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক তোফায়েল হোসেন মজুমদার, ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম উপদেষ্টা মাহবুবুল হক ভূঁইয়া, ১৮ ফেব্রুয়ারি সহকারী প্রক্টর মাহমুদুল হাসান এবং ২০ ফেব্রুয়ারি সহকারী প্রক্টর মো. কামরুল হাসান ও শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক কুলছুম আক্তার স্বপ্না পদত্যাগ করেন। এ ছাড়াও ১৯ মার্চ সিন্ডিকেট সভায় ‘এজেন্ডা বহির্ভূত ও বেআইনিভাবে ডিন নিয়োগ’ দেওয়ার কারণ দেখিয়ে সিন্ডিকেট সদস্যর পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা