× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ১৫:২৮ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৪ ১৭:২০ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আবু তাহের। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য। তাকে সাময়িকভাবে নিয়োগ দিয়ে মঙ্গলবার (১৯ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা। অধ্যাপক আবু তাহের উপাচার্য হিসেবে বুধবার (২০ মার্চ) থেকে দায়িত্ব পালন শুরু করবেন বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় সূত্র।

সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১২ (২) ধারা অনুযায়ী চারটি শর্তে অধ্যাপক ড. মো. আবু তাহেরকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।’

নিয়োগের শর্তগুলো হলো– রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন; ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

অধ্যাপক আবু তাহের ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে ২০২০ সালের সেপ্টেম্বরে ৪ বছরের জন্য ইউজিসিতে যোগদান করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য শিরীণ আখতারের স্থলাভিষিক্ত হচ্ছেন।

২০১৯ সালের ১৩ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হাবিবুর রহমান সই করা এক আদেশে রুটিন দায়িত্বের অংশ হিসেবে উপাচার্যের চেয়ারে বসেন অধ্যাপক ড. শিরীণ আখতার। পরে একই বছরের ৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপউপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে সিনেটের নির্বাচন প্যানেল থেকে নিয়মিত উপাচার্য নিয়োগ অথবা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে দায়িত্ব পালন করতে বলা হয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক বেনু কুমার দে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নতুন উপাচার্য আগামীকাল (বুধবার) থেকে দায়িত্ব পালন করবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা