× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবি ছাত্রীর ‘আত্মহত্যা’

বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস, ১২ ঘণ্টার আল্টিমেটাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ১৯:২৪ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৪ ২১:৩৩ পিএম

ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিচারের দাবিতে জবির আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রবা ফটো

ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিচারের দাবিতে জবির আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রবা ফটো

শিক্ষক-সহপাঠীকে ফেসবুক পোস্টে অভিযোগ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা আত্মহত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি ছয় দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ১২ ঘণ্টার মধ্যে তা নাহলে বড় আন্দোলনের আল্টিমেটাম দেন তারা।

শনিবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ বিক্ষোভ-মিছিল শুরু হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্রমৈত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

বিকাল সাড়ে ৩টার দিকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় শিক্ষার্থীরা ছয় দফা দাবি পেশ করেন।

আন্দোলনরত শিক্ষার্থী অর্থনীতি বিভাগের রেদোয়ান হক বলেন, আজকের বিক্ষোভ থেকে আমরা ছয় দফা দাবি জানাচ্ছি। আমাদের দাবিগুলো হলো, এ হত্যার সুষ্ঠু বিচার করতে হবে, অভিযুক্ত আম্মান ও দীন ইসলামকে দ্রুত গ্রেফতার করতে হবে, জরুরি ভিত্তিতে সিন্ডিকেটের মাধ্যমে স্থায়ী বহিষ্কার করতে হবে, ভুক্তরভোগীর পরিবারের নিরাপত্তা জোরদার করতে হবে, বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী সেলকে স্বাধীন করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে।

রেদোয়ান আরও বলেন, আমাদের এসব দাবিদাওয়া ১২ ঘণ্টার মধ্যে মানা না হলে আমরা বড় আন্দোলনের ডাক দেব, পাশাপাশি ভিসি ভবন ঘেরাও করব।

এর আগে, গতকাল ফাইরুজের মৃত্যুর খবর পাওয়ার পর মধ্যরাত থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন সহপাঠীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম সাত দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করার আশ্বাস দেন শিক্ষার্থীদের। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করেন।

এদিকে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে শিক্ষক দ্বীন ইসলামকে সহকারী প্রক্টর থেকে অব্যাহতি ও বিশ্ববিদ্যালয়ের সব দায়িত্ব থেকে বহিষ্কার এবং শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা