× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থানীয়দের হামলায় চবির পাঁচ শিক্ষার্থী আহত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪ ২১:০৯ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৪ ২১:৩০ পিএম

শিক্ষার্থীদের ওপর এ হামলার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিকাল চারটায় মূল ফটক আটকে দেয় ছাত্রলীগের সিএফসি উপপক্ষের নেতাকর্মীরা। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ছয়টার কিছু আগে ফটক খুলে দেওয়া হয়। প্রবা ফটো

শিক্ষার্থীদের ওপর এ হামলার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিকাল চারটায় মূল ফটক আটকে দেয় ছাত্রলীগের সিএফসি উপপক্ষের নেতাকর্মীরা। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ছয়টার কিছু আগে ফটক খুলে দেওয়া হয়। প্রবা ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে স্থানীয়দের হামলায় অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ফটক আটকে বিক্ষোভ করেছেন শাখা ছাত্রলীগের সিএফসি উপপক্ষের নেতাকর্মীরা।

সাম্প্রতিক একটি ঘটনার জেরে শুক্রবার (১৫ মার্চ) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) মো. সেকান্দর চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার বখতিয়ার উদ্দীন নামের বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর সঙ্গে ছাত্রলীগের উপপক্ষ বিজয়ের কয়েকজন কর্মীর কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রসহ চারজন আহত হয়েছিলেন। বখতিয়ার স্থানীয় ফতেপুর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

জানা যায়, সংঘর্ষের পর থেকে বিচারের দাবি করে আসছিলেন বখতিয়ারের অনুসারী ও স্থানীয় বাসিন্দারা। সেই ঘটনার জেরে আজ দুপুরে মাইক দিয়ে ডেকে স্থানীয় লোকদের জড়ো করেন বখতিয়ারের অনুসারীরা। পরে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করেন তারা। বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সড়কও অবরোধ করেন। অবরোধ চলার সময় বেলা ৩টার দিকে রেলক্রসিং এলাকায় পাঁচ শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করেন স্থানীয় অবরোধকারীরা।

এদিকে স্থানীয় আন্দোলকারীরা বলছে, মঙ্গলবারের ঘটনায় হাটহাজারী থানায় মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি করলেও প্রতিবেদন এখনও দেয়নি। জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা এখনও নেওয়া হয়নি। তাই তারা এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে।

মঙ্গলবারের সংগঠিত সংঘর্ষের কারণ ও এই সংঘর্ষে দায়ীদের চিহ্নিত করতে ১৩ মার্চ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ স্থানীয়দের মারধরের শিকার লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘তিনটার দিকে স্মরণ চত্বর থেকে সিএনজিতে (অটোরিকশা) করে এক নম্বর গেটে যাচ্ছিলাম আমি ও আমার বন্ধু মাইশা। রেলক্রসিং এলাকায় যাওয়ার পর গ্রামবাসী সিএনজির গতিরোধ করে বলে- সিএনজি আর যাবে না। আপনারা হেঁটে চলে যান। আমরা হেঁটে চলে যাওয়ার সময় গ্রামবাসীরা ভার্সিটির স্টুডেন্ট বলে পোড়া কাঠ নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। এলোপাতাড়ি মারধরে আমার মাথা ফেঁটে যায়। চারটা সেলাই দিতে হয়। অন্যদিকে জ্বলন্ত কাঠ দিয়ে মাইশাকে মারধর করলে তার হাত পুড়ে যায়।’

শিক্ষার্থীদের ওপর এ হামলার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিকাল চারটায় মূল ফটক আটকে দেয় ছাত্রলীগের সিএফসি উপপক্ষের নেতাকর্মীরা। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ছয়টার কিছু আগে ফটক খুলে দেওয়া হয়।

শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সিএফসি পক্ষের নেতা মির্জা খবীর সাদাফ বলেন, ‘শিক্ষার্থীদের ওপর গ্রামবাসীর হামলার ঘটনায় দোষীদের বিচার দাবিতে আমরা মূল ফটক আটকে বিক্ষোভ করেছি। প্রশাসন দোষীদের বিরুদ্ধে মামলা করার আশ্বাস দিয়েছে।’

এ বিষয়ে চবি প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর ওপর হামলা হওয়া এটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, যারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করব।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) মো. সেকান্দর চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা