× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি, দুই শিক্ষক বরখাস্ত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ১৬:১৭ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৪ ১৭:৩২ পিএম

বাম থেকে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাজন সাহা ও একই বিভাগের সাবেক বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্র। ছবি : সংগৃহীত

বাম থেকে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাজন সাহা ও একই বিভাগের সাবেক বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্র। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও হেনস্থার অভিযোগে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহাকে স্থায়ী ও একই বিভাগের সাবেক বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১৪ মার্চ তারিখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৮৪তম সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের পরিস্থিতিতে বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহাকে চূড়ান্তভাবে বরখাস্ত ও সাবেক বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রেজুয়ান আহমেদ শুভ্রকে সাময়িক বরখাস্ত করা হয়।

এর আগে (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ওই দুই শিক্ষককে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠানো হয়। বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় শিক্ষক শুভ্রকে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এ সিদ্ধান্ত মেনে না নিয়ে প্রশাসনিক ভবনে তালা দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে উপাচার্যের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। আজ জরুরি সিন্ডিকেট সভায় তাদের বরখাস্তের সিদ্ধান্ত জানান প্রশাসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা