প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ২০:০২ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪ ০০:০৮ এএম
ছবি : সংগৃহীত
ডিএইচএস ফেলোশিপ প্রোগ্রাম-২০২৪ এর প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ফিলিপাইনের আইএম হোটেলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ৮ দিনব্যাপী আন্তর্জাতিক এই কর্মশালায় ড্যামোগ্রাফিক এন্ড হেলথ সার্ভের বিভিন্ন বিষয়ের উপর পাঁচটি দেশের ১০ জন শিক্ষাবিদ অংশগ্রহণ করেন।
কর্মশালায় বাংলাদেশ থেকে দুই সদস্যের দলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইন্সটিটিউটের প্রফেসর ড. জাহিদা গুলশান। বাংলাদেশ দলের অন্য সদস্য হলেন একই ইন্সটিটিউটের প্রভাষক প্রিয়ম সাহা।
কর্মশালায় অংশগ্রহণকারী অন্যান্য দেশগুলো হলো- ফিলিপাইন, কেনিয়া, তাঞ্জানিয়া এবং উগান্ডা।
ডিএইচএস প্রোগ্রামটির ফেলোদের প্রাথমিক উদ্দেশ্য হলো, নিজ নিজ দেশের মধ্যে ড্যামোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে ডেটার বিশ্লেষণ এবং ব্যবহারের জন্য সক্ষমতা বৃদ্ধি করা।
প্রতিবছর ডিএইচএস ফেলোশিপ প্রোগ্রামের পক্ষ থেকে ড্যামোগ্রাফিক এন্ড হেলথ সার্ভের ডাটা ব্যবহার করে গবেষণা প্রকল্প আহ্বান করা হয় এবং নির্বাচিত প্রকল্প গুলোকে ফেলোশিপ দেওয়া হয়।
২০২৪ সালে বিভিন্ন দেশ থেকে আবেদন করা ১০০টিরও বেশি প্রকল্প থেকে ৫টি প্রকল্প ফেলোশিপের জন্য নির্বাচিত হয়। প্রোগ্রামের দ্বিতীয় কর্মশালা আগামী মে মাসে কেনিয়াতে অনুষ্ঠিত হবে।