× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবির বিজনেস স্টাডিজ অনুষদের পুনর্মিলনী অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪ ১৯:২৪ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৪ ১৯:২৮ পিএম

শুক্রবার সকালে র‌্যালির মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। প্রবা ফটো

শুক্রবার সকালে র‌্যালির মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। প্রবা ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ অনুষদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১ম থেকে ১৫ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়।

শুক্রবার (৮ মার্চ) সকাল ৯টার দিকে র‍্যালির মধ্যদিয়ে দিনটির শুরু হয়। 

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুনার রশীদ। ওই বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক-শিক্ষার্থীরা।

আয়োজনে সভাপতিত্ব করেন পুনর্মিলনীর আহ্বায়ক ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শামীম হোসেন।

অধ্যাপক মামুনার রশিদ বলেন, ‘বিজনেস স্টাডিজ অনুষদের জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দের ও উৎসবমুখর একটি দিন। যারা সাবেক শিক্ষার্থী তাদের সবাইকে নিয়েই আজকের এই মিলনমেলা। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার এই প্রোগ্রামকে মূল্যায়ন ও সহযোগিতা করেছেন। ভবিষ্যৎ এরকম প্রোগ্রাম বৃহৎ পরিসরে রি-ইউনিয়নের পরিকল্পনা রয়েছে।’

অনুষ্ঠানের আহ্বায়ক মো. শামীম হোসেন বলেন, ‘আমরা প্রায় ১৬ বছর পর প্রথমবারের মতো এরকম একটি আয়োজন করেছি। আজকের এই গেট টুগেদারের মাধ্যমে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন তৈরি হবে। যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন তাদের সঙ্গে নেটওয়ার্কিং তৈরি হবে। প্রয়োজনীয় তথ্য গ্রহণ করার মাধ্যমে নিজেদের পেশাগত জীবনের জন্য একধাপ এগিয়ে যাবে। ভবিষ্যতে আরও এরকম আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’

প্রশাসন ও পুলিশ দুই ক্যাডারেই সুপারিশপ্রাপ্ত  এবং বিজনেস স্টাডিজ  অনুষদের সাবেক শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, এই মিলন মেলায় আসতে পেরে আমি খুবই ভাগ্যবান। এই মিলন মেলার মাধ্যমে সিনিয়র, জুনিয়র বন্ধন অটুট থাকুক। তাই এই মিলন মেলার বিকল্প নেই। আশা করি পরবর্তীতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানটি দুপুর ১২টায় অডিটোরিয়ামে ক্যারিয়ার গাইডলাইন সেমিনারের আয়োজন করা হয়। সেখানে অতিথিরা ও সাবেক শিক্ষার্থীরা বক্তব্য দেন। এছাড়াও কেক কাটা, ফটোসেশন, মেইন গেইটের সামনে ফ্ল্যাশ মোব ও সাংস্কৃতিক প্রোগ্রামসহ নানা আয়োজনের মাধ্যমে প্রাণবন্ত হয়ে উঠে গেট টুগেদার অনুষ্ঠানটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা