× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোবাইল ছিনিয়ে পালানোর সময় ছিনতাইকারীকে পুলিশে দিল রাবি শিক্ষার্থীরা

রাজশাহী অফিস

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ১৮:১৭ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১৮:২৩ পিএম

মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীর মোবাইল ছিনতাইকালে যুবককে আটকের পর পুলিশে দেয় শিক্ষার্তীরা। প্রবা ফটো

মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীর মোবাইল ছিনতাইকালে যুবককে আটকের পর পুলিশে দেয় শিক্ষার্তীরা। প্রবা ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় ছিনতাইকারীকে ধরে মারধর করেছে শিক্ষার্থীরা। পরে তাকে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ থেকে ছিনতাইকারীকে আটক করে শিক্ষার্থীরা।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর নাম পূর্ণীমা অধিকারী। তিনি কুষ্টিয়ার কুমারখালি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন।

অপরদিকে অভিযুক্ত ছিনতাইকারী হলেন অনিক। তিনি নগরীর তালাইমারী এলাকার বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের পরিচয় দেন। এছাড়া তার সঙ্গে রবীন নামের আরেকজন ছিনতাইকারী ছিলেন বলে জানান তিনি।

মারধরের একপর্যায়ে ছিনতাইকারী মোবাইল ফোনটি ফেরত দিলে পুলিশের সহায়তায় সেটি ভুক্তভোগী ভর্তিচ্ছুর হাতে তুলে দেন শিক্ষার্থীরা।

ছিনতাইকারীকে ধরার প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘আমি দেখছিলাম একটা মেয়ে শেখ রাসেল মাঠে ছিনতাইকারী বলে চিৎকার করতে করতে একজন লোকের পেছনে দৌড়াচ্ছিল। এসময় আমি বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের দিকে যাচ্ছিলাম। তখন আমি সেই ছিনতাইকরীকে আটক করি। এসময় আমার সঙ্গে অনেক ভর্তি পরীক্ষার্থী ছিল, তারাও আমাকে এ ব্যাপারে সহযোগিতা করেন। ধরার পর আমরা বুঝতে পারি তারা দুজন ছিল। তবে আরেকজনকে আমরা ধরতে পারিনি।’

তিনি বলেন, ‘ছিনতাইকারী একটি গাড়ি নিচে ফোনটি ফেলে রেখেছিল। তার তথ্য অনুযায়ী গাড়ির নিচ থেকে আমরা ফোনটি বের করে নিয়ে এসে ওই শিক্ষার্থীর হাতে তুলে দিই। পরবর্তীতে বিষয়টি আমরা পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টাকে জানাই। এরপরে সেই ছিনতাইকারীকে আমরা পুলিশে সোপর্দ করি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আমরা ব্যস্ত থাকায় ওই ছিনতাইকারীকে সরাসরি পুলিশে সোপর্দ করেছি। পুলিশ বিষয়টি দেখছে।

মতিহার থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ওই ছিনতাইকারীকে থানায় পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা