বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ১০:১১ এএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১০:৪৯ এএম
পরীক্ষা হলে ঢোকার সময় শিক্ষার্থীরা। প্রবা ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯টার দিকে ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। দিনব্যাপী চার শিফটে এ পরীক্ষা শেষ হবে।
প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা তৃতীয় শিফট এবং বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা হবে।
বিশ্ববিদ্যালয়সূত্রে জানা গেছে, চার শিফটে ‘সি’ ইউনিটে ১ হাজার ৫১৭ আসনের বিপরীতে ৭০ হাজার ৯৭৬ ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। ‘সি’ ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূবিজ্ঞান অনুষদভুক্ত ২৬ বিভাগ অন্তর্ভুক্ত। আসনপ্রতি লড়ছেন ৪৭ জন।
এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন ৪ হাজার ৪৩৮টি। বিপরীতে মোট ১ লাখ ৮৫ হাজার ৬৮০টি আবেদন জমা পড়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, ‘এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। আমরা কোনো অভিযোগ পাইনি। আমাদের প্রশাসন কয়েক স্তরের নিরাপত্তায় সার্বক্ষণিক তৎপর রয়েছে। এ ছাড়া ভর্তি পরীক্ষায় জালিয়াতিসহ যেকোনো অঘটন রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদাতৎপর রয়েছে।’
‘এ’ ইউনিটের ৬ মার্চ এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা ৭ মার্চ। কোটাসহ ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৭৪ হাজার ৭৮৫, ‘বি’ ইউনিটে ৩৪ হাজার ৫৪১ এবং ‘সি’ ইউনিটে ৭৬ হাজার ৩৫৪টি।