× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ নিলেন তিন শতাধিক শিক্ষার্থী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ২২:০৮ পিএম

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী। প্রবা ফটো

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী। প্রবা ফটো

বিশ্বে সাইবার জগতের ক্ষতিকর প্রভাব থেকে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় তাদের মানসিক ও মনোসামাজিক সক্ষমতা তৈরির মাধ্যমে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি’র (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহায়তায় তিন দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

‘বিল্ডিং মেন্টাল হেল্থ রেজিলিয়েন্স এগেইন্সট সাইবারবুলিং অ্যান্ড অনলাইন হার্মস’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় মোট ছয়টি সেশনে বিশ্ববিদ্যালয়টির তিন শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পিস ক্যাফে’র সহযোগিতায় ইউএনডিপি বাংলাদেশের ‘পার্টনারশিপস ফর এ মোর টলারেন্ট, ইনক্লুসিভ বাংলাদেশ’ (পিটিআইবি) প্রকল্পের তত্ত্বাবধানে মানসিক স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান ‘মনের বন্ধু’ প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন।

সাইবারবুলিং এবং অনলাইনের অন্যান্য ক্ষতিকর প্রভাবের আঘাত সামলে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, নিজের মনের যত্ন এবং অন্যের প্রতি সহনশীল হওয়াসহ মানসিক স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয়ে কর্মশালায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। 

কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন অনলাইনে যুক্ত থেকে বলেন, ‘এই উদ্যোগ শুধু ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নয়, পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও গ্রহণ করা দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে এমন উদ্যোগগুলোই সহায়ক হবে।’

প্রশিক্ষণ কর্মশালা সরেজমিন পরিদর্শন শেষে বিসিসি’র নির্বাহী পরিচালক (গ্রেড-১), রণজিৎ কুমার বলেন, ‘মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা শুধু শিক্ষার্থীদের জন্যই নয় অভিভাবকদের জন্যও প্রয়োজন। সবাই মিলেই আমরা আমাদের সাইবার জগতকে ভালো রাখতে পারি।’ 

কর্মশালায় বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার হাসিনা মমতাজ, মনের বন্ধু’র লিড মনোরোগ বিশেষজ্ঞ কাজি রুমানা হক প্রমুখ শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ডা. হেলাল বলেন, “মনে রাখতে হবে, ‘স্ট্রেঞ্জার ইজ আ ডেঞ্জার’। অনলাইনে আমরা বহু অপরিচিত মানুষের সামনে নিজেকে তুলে ধরি। তাই সাইবার দুনিয়ায় অচেনাদের নয়, বরং বন্ধুদের সহায়তায় নিজেকে ভালো রাখতে হবে।”

সংশ্লিষ্টরা জানান, মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশে গৃহীত উদ্যোগটি যৌথভাবে  ইউএনডিপি-ডিপিপিএ’র বৈশ্বিক উদ্যোগ ‘ইন্টেগ্রেটিং মেন্টাল হেলথ্ অ্যান্ড সাইকোসোশ্যাল সাপোর্ট (এমএইচপিএসএস) ইন কনফ্লিক্ট প্রিভেনশন অ্যান্ড পিসবিল্ডিং’ এর অংশ। এই কার্যক্রমে সহযোগিতা করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পিস ক্যাফে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিস (সিপিজে), ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), সিবিএম গ্লোবাল ডিজ্যাবিলিটি ইনক্লুশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইউএন উইমেন।

এই উদ্যোগের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীকে ইতোমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে পিটিআইবি প্রকল্পের প্রকল্প পরিচালক (উপসচিব) মো. আবু সাঈদ, ইউএনডিপির সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিষ্ট শীলা তাসনীম হক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডোল্যান্ড, ইউএনডিপি’র প্রজেক্ট ম্যানেজার রবার্ট স্টোলম্যান, বাংলাদেশে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিসের পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার নাদিম ফরহাদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিসের পক্ষে অন্তরা তাসনীম, মনের বন্ধু’র প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদা শিরোপাসহ পিস ক্যাফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা