বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৬ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০৯ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। শনিবার অনুষ্ঠিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। প্রবা ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।
তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা কেন্দ্র করে যেসব প্রতারক চক্র সক্রিয় রয়েছে তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছে।‘
শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের অন্য সাতটি বিভাগীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ব্যবসায় শিক্ষা ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈনসহ সংশ্লিষ্টরা ব্যবসা শিক্ষা অনুষদ ভবনস্থ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, অত্যন্ত স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ১ হাজার ৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩৭ হাজার ৬৭৯ জন। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৯টি কেন্দ্রে ২৬ হাজার ১১০ জন এবং ঢাকার বাইরে সাতটি বিভাগীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ৫৬৯ জন আবেদনকারী অংশ নিচ্ছে। এ বছর প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৩৫ দশমিক ৮৮ জন।
ড. এএসএম মাকসুদ কামাল সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও সংশ্লিষ্টদের, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান। যেকোনো প্রতারক চক্রের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছে বলে উপাচার্য উল্লেখ করেন।