× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিপ্রবিতে ৩য় দিনেও বন্ধ শিক্ষা কার্যক্রম, আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১৮ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪১ পিএম

শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে স্থায়ী চাকরিচ্যুতের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন পবিপ্রবি শিক্ষার্থীরা। প্রবা ফটো

শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে স্থায়ী চাকরিচ্যুতের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন পবিপ্রবি শিক্ষার্থীরা। প্রবা ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) খাদ্য ও পুষ্টিবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলামকে মারধরের ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা (পিও টু প্রোভিসি) সামসুল হক রাসেলের স্থায়ী চাকরিচ্যুতের দাবিতে তৃতীয় দিনের মতো শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন চলমান আছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে শিক্ষকদের এবং বেলা ১১টায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন কর্মসূচি শুরু হয়।

শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষকদের চলমান কর্মসূচিতে প্রথমে সকাল ১০টা ৩০ মিনিটে পবিপ্রবির অ্যাকাডেমিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে সকাল ১১টায় ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে অনুষদীয় ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা ৩০ মিনিটে পবিপ্রবির প্রশাসনিক ভবনে শিক্ষকদের মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অপরদিকে বেলা ১১টায় টিএসসি চত্বর থেকে শিক্ষকের সম্মান প্রতিষ্ঠার আন্দোলনের উদ্যোগে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখপাত্র রাকিবুল ইসলাম বলেন, ‘আমাদের দাবি একটাই- শিক্ষক লাঞ্ছিতে অভিযুক্ত কর্মকর্তা সামসুল হক রাসেলের স্থায়ী চাকরিচ্যুত করা। যতক্ষণ না তা করা হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলমান থাকবে।’

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ বলেন, ‘আমরা আমাদের যৌক্তিক আন্দোলন থেকে পিছু হটব না, তবে ভাইস চ্যান্সেলর যদি আজকেই শিক্ষক লাঞ্ছিতে অভিযুক্ত কর্মকর্তা সামসুল হক রাসেলের বহিষ্কারের প্রেস দেন, আমরা আজই ক্লাস-পরীক্ষা তথা অ্যাকাডেমিক কার্যক্রমে ফিরে যাব।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা