× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১৫ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২৩ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের আয়োজনে ১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৩’ অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের আয়োজনে ১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৩’ অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের আয়োজনে ১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বাংলাদেশ গণিত সমিতি এবং এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন এই আয়োজন করেছে।

সকালে প্রশাসনিক ভবনের সামনে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. শাহজাহান। তার নেতৃত্বে একটি সুজ্জিত র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‍্যালিতে অলিম্পিয়াড অনুষ্ঠানের অতিথি, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এরপর মোট ১০৯ জন প্রতিযোগী নিয়ে ২ ঘণ্টাব্যাপী অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা দক্ষিণ অঞ্চলের মোট ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় মোট ১০ জন প্রতিযোগিকে বিজয়ী ঘোষণা করা হয়। এতে প্রথম হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের শিক্ষার্থী অনিন্দ্য বিশ্বাস, দ্বিতীয় হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী মালিক সাবিহা তাসনিম, তৃতীয় বুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম ফাহিম, চতুর্থ বুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থী এ এস এম আবরার তানভীর তকি, পঞ্চম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের শিক্ষার্থী সেলিম সাদমান সালভি, ষষ্ঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী অভয় রায়, সপ্তম বুয়েটের সিএসই বিভাগের তানজিব হোসাইন খান, অষ্টম জবির গণিত বিভাগের শিক্ষার্থী উৎপল বাড়ৈ, নবম বুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থী ফুয়াদ আল আলম, দশম বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাবন্নী শিকদার রুমা। 

বিজয়ী ১০ জন জাতীয় পর্যায়ে অলিম্পিয়াডে অংশগ্রহণ করার সুযোগ পাবে।

অলিম্পিয়াড কমিটির সদস্য সচিব ও বিভাগের অধ্যাপক মোস্তাক আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, অলিম্পিয়াড আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. সরোয়ার আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. শাহজাহান, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল ইসলাম এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা