× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসন্তী আয়োজনে রঙিন এসইউবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৩ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪৪ পিএম

এসইউবি কালচারাল ক্লাবের আয়োজনে বসন্ত উৎসবে শিক্ষক শিক্ষার্থীরা। প্রবা ফটো

এসইউবি কালচারাল ক্লাবের আয়োজনে বসন্ত উৎসবে শিক্ষক শিক্ষার্থীরা। প্রবা ফটো

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) কালচারাল ক্লাবের আয়োজনে ‘বসন্ত উৎসব ১৪৩০’ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচল ক্যাম্পাসে বসন্ত উৎসব উদযাপন করা হয়।

বসন্তের বাহারি রঙে নিজেদের সাজিয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সকাল থেকেই আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠানে চলে আসেন। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে শিক্ষার্থীদের পরিবেশনায় বসন্তের নাচ, গান ও আবৃতিতে প্রাণচঞ্চল হয়ে ওঠে ক্যাম্পাস।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান। উপস্থিত ছিলেন এসইউবির প্রো-উপাচার্য অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাসান কাউসার ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. জামাল হোসেন। 

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট কলেজ অব হেলথ সাইন্সেস কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. আফজালুর রহমান। 

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ক্যাম্পাসে ছাত্রছাত্রী, শিক্ষকসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বসন্ত বরণের এ উৎসব দেখে মুগ্ধ হন আমন্ত্রিত অতিথিরাও। শুকনো পাতার মড় মড় ধ্বনি ভেঙে শিক্ষার্থীদের আড্ডা-গানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অনুষ্ঠানে এসইউবির বিভিন্ন অনুষদের সদস্য, ডিন, বিভাগীয় প্রধান, কর্মকর্তারাসহ প্রায় ৩ হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসইউবির আইন বিভাগের শিক্ষার্থী ফারিয়া ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইয়াতা। সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন কালচারাল ক্লাবের কো-অর্ডিনেটর মো. আব্দুল কাদের সোহান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা