× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপাচার্যের পদত্যাগের দাবিতে গণসংযোগ করেছেন চবি শিক্ষক সমিতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১৬:১০ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ১৬:৫৯ পিএম

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ও ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকদের সঙ্গে গণসংযোগ করছেন শিক্ষক সমিতির সদস্যরা। প্রবা ফটো

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ও ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকদের সঙ্গে গণসংযোগ করছেন শিক্ষক সমিতির সদস্যরা। প্রবা ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের সঙ্গে গণসংযোগ করেছেন শিক্ষক সমিতির নেতারা। বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ও ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকদের সঙ্গে এই কর্মসূচি পালন করেন তারা। তবে আজ প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ‘গণতন্ত্রের বিজয়’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানটি আজ অনুষ্ঠিত হয়নি। 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক বলেন, ‘আমরা আজকে দুইটি অনুষদের শিক্ষকদের সঙ্গে গণসংযোগ করেছি। অনেক শিক্ষক ক্লাস-পরীক্ষা ও বিভাগের অন্যান্য কাজের কারণে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করতে না পারলেও, তারা আমাদের ন্যায্য আন্দোলনকে সমর্থন ও সাধুবাদ জানিয়েছেন।  

শিক্ষক সমিতির ঘোষণা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার ও রবিবারও গণসংযোগ কর্মসূচি চলবে। এরপর আগামী সোমবার ও মঙ্গলবার দুইদিন চবি বঙ্গবন্ধু চত্বরে ‘কেমন চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ শীর্ষক সংবাদ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

দুই বিভাগের পরিকল্পনা কমিটির আপত্তির মুখেই গত ১৭ ডিসেম্বর আইন বিভাগ ও ১৮ ডিসেম্বর বাংলা বিভাগের শিক্ষক নিয়োগের জন্য নিয়োগ বোর্ড ডাকা হয়। ১৭ ডিসেম্বর আইন বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে উপাচার্য কার্যালয়ে অবস্থান করেন শিক্ষক সমিতির নেতারা। কোনো সুরাহা না হলে, উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ দাবিতে ১৮ ডিসেম্বর থেকে টানা কর্মসূচী ও প্রতীকী অনশন কর্মসূচী পালন করে সমিতি। শীতকালীন বন্ধ ও নির্বাচনের কারণে ২২ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত কর্মসূচী স্থগিত ছিল। সবশেষ ১৪ জানুয়ারি প্রশাসনিক ভবনের সামনে দ্বিতীয় দফায় অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা