× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন শিক্ষা কারিকুলামে এআই যুক্ত করতে চায় মুক্তিযুদ্ধ জাদুঘর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৮:৫৪ পিএম

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ডা. সারওয়ার আলী। ছবি : সংগৃহীত

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ডা. সারওয়ার আলী। ছবি : সংগৃহীত

মাধ্যমিক পর্যায়ের নতুন শিক্ষা কারিকুলামে মুক্তিযুদ্ধ সম্পর্কিত অধ্যায়গুলো শিক্ষার্থীদের কাছে আরও উপভোগ্য করার জন্য ডিজিটাল কন্টেন্টসহ এআই প্রযুক্তি যুক্ত করতে চায় মুক্তিযুদ্ধ জাদুঘর। 

এ নিয়ে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর। 

সংবাদ সম্মেলনে জাদুঘরের ট্রাস্টি ড. সারওয়ার আলী বলেন, ‘মুক্তিযুদ্ধ ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোর একটি সচেতন প্রয়াস লক্ষ্য করা গেছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন কারিকুলামে। মুক্তিযুদ্ধের ইতিহাস এ নবীন প্রজন্মকে ধর্মের নামে নৃশংসতা, মানুষের স্বাধীন হওয়ার যে আকাঙ্ক্ষা তাকে ধারণ করা শেখাবে। এতে করে আমরা একটি মানবিক সমাজ গড়ার শিক্ষার্থী তৈরী করতে পারব।’

আরেক ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধের ইতিহাসের তথ্যাদির এক বিশাল ভাণ্ডার। নতুন কারিকুলামে যুক্ত মুক্তিযুদ্ধের পাঠের পাশাপাশি আমরা আমাদের এ তথ্যভাণ্ডার শিক্ষার্থীদের সাথে ডিজিটাল কন্টেন্ট- ভিডিও চিত্র, ফটো অ্যালবাম, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি সংযুক্তির মাধ্যমে শেয়ার করতে চাই। এতে করে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও গভীরভাবে এবং প্যাক্টিক্যালি জানবে। এটি নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সঙ্গে আমাদের আলোচনা চলছে।’

অনুষ্ঠানে ধন্যবাদ জানান মুক্তিযুদ্ধ জাদুঘরে ট্রাস্টি সারা যাকের। সঞ্চালনা করেন কর্মসূচি ব্যবস্থাপক রফিকুল ইসলাম।

মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল কনটেন্ট উপস্থাপনা করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জ্যেষ্ঠ প্রভাষক আবু সাইদ। বিদেশে অবস্থান করায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ডিজিটাল কনটেন্ট তৈরির বিষয়টি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম। তারা জানান, মূলত এটি একটি ওয়েব পেজ। এতে ভিডিও, ছবি, সংবাদপত্রের কাটিংসহ বিভিন্ন তথ্য আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি চ্যাটবটও রয়েছে। মাউশির অনুমোদন পেলে আনুষ্ঠানিকভাবে এর নাম ঘোষণা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা