× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২ ১৩:৪১ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২২ ১৪:১১ পিএম

টিআইবি-রুয়েটডিসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। ছবি : প্রবা

টিআইবি-রুয়েটডিসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। ছবি : প্রবা

তারুণ্যের শক্তিতে দুর্নীতি রুখে দেওয়ার প্রত্যয় নিয়ে শেষ হলো টিআইবি-রুয়েটডিসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২২। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ফোরাম (আরইউডিএফ)।

শনিবার (২৯ অক্টোবর) আয়োজিত ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিবেট অর্গানাইজেশনকে (জেইউডিও) হারায় আরইউডিএফ।

প্রতিযোগিতার সেরা বিতার্কিক হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সূর্য দাস এবং ফাইনালের সেরা বিতার্কিক হন শাহরিয়ার এম ফাহিম। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য সাজ্জাদ হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক রবিউল আওয়াল ও টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েট ডিবেটিং ক্লাবের (রুয়েটডিসি) মডারেটর মোহাম্মদ হারুন অর রশীদ।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ হোসেন বলেন, ‘বিতার্কিকরা তাদের বুদ্ধি কাজে লাগিয়ে সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে যুক্তিপূর্ণ অবস্থান ঘোষণা করেন। তরুণ বিতার্কিকরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে তা সবার জন্যই মঙ্গল বয়ে আনবে। আমি বিশ্বাস করি এই তরুণ বিতার্কিকরা নিজেরা দুর্নীতি থেকে দূরে থাকবেন এবং অন্যের দুর্নীতি রুখতে সক্রিয় ভূমিকা পালন করবেন।’

টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনে টিআইবির অন্যতম সহযোগী হিসেবে তরুণ বিতার্কিকরা সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দুর্নীতি, সুশাসন সম্পর্কে স্বচ্ছ ধারণা, যৌক্তিক বিশ্লেষণ, দুর্নীতিবিরোধী মনোভাব সামনের দিনের দুর্নীতিবিরোধী আন্দোলনের জন্য আমাদের অনুপ্রাণিত করবে।’

টিআইবি-রুয়েটডিসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েটসহ ১৩ জেলার ৩০ বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে যথাক্রমে ২৫ হাজার ও ১৫ হাজার টাকা পুরস্কারের পাশাপাশি ক্রেস্ট, ট্রফি ও সনদপত্র দেওয়া হয়।

প্রবা/ইউরি/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা