প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৮:২৬ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
দ্বিতীয় সমাবর্তনের সফল সমাপ্তি উপলক্ষে জমকালো আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনভোকেশন ডিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানের এক অভিজাত রেস্তোরাঁয় এ কনভোকেশন ডিনার অনুষ্ঠিত হয়।
কনভোকেশন ডিনারে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যরা, উপাচার্য, সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
এছড়াও অংশ নেন- বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অনারারী অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মেখলা সরকার, হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি, বাংলাদেশ মহিলা সমিতির সদস্য ইসরাত জাহান নাসরিন, সোশ্যাল ইমপ্রুভমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মিহির কান্তি ঘোষাল।