× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্রের নবীনবরণ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৪ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৬:১০ পিএম

অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্রের নবীনবরণ অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র আবৃত্তি সংগঠন অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্রের নবীনবরণ ও প্রবীণদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়।

সংগঠনের সভাপতি রফিক উদ্দিনের সভাপতিত্বে রুবায়েত ও জাওয়াদ উর রাকিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. হাবিবুর রহমান।

উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি কাজী এম. আনিসুল ইসলাম, বাংলাদেশ বেতার কুমিল্লা বিভাগের সংবাদ পাঠক, উপস্থাপক, আবৃত্তি শিল্পী ও নাট্যকার মাহতাব সোহেল ও নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত।

অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন, আমি অনুপ্রাসকে খুব কাছ থেকে দেখেছি। তাদের কাজ খুবই প্রশংসনীয়। বাঙালির ভাষা, বাঙালিত্ব ও বাঙালি জাতিসত্তা নিয়ে চিন্তা-কণ্ঠ চর্চার কাজ করে যাচ্ছে। তারা সব বাধা ও প্রতিকূলতা পেরিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি এন্গেজমেন্ট রক্ষা করে আসছে। আমি আশা করি তারা সামনে এটি রক্ষায় কাজ করে যাবে।

এ সময় চতুর্থ ও পঞ্চম কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সম্মাননা স্মারক দেওয়া হয় এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে সংগঠনটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা