× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, চবি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৫ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রবা ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রবা ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিভাগ কর্তৃপক্ষ।

গত ৬ ডিসেম্বর অর্থনীতি বিভাগের করিডোরে পানি পানের জন্য যান তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী। ফিল্টারে পানি না থাকায় ওই শিক্ষার্থী বিষয়টি অবগত করতে অফিস কক্ষে যান। এ সময় বিভাগের সেকশন অফিসার হিসেবে কর্মরত সলিমুল্লা আনসারী তাকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। এই সেকশন অফিসারের বিরুদ্ধে এরকম আরও ঘটনার অভিযোগ পূর্বে রয়েছে বলে জানা গেছে।

পরে ৭ ডিসেম্বর অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোদাব্বের আহমেদের কাছে লিখিত অভিযোগ দেন শিক্ষার্থীরা। 

অভিযোগের প্রেক্ষিতে ১০ ডিসেম্বর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিভাগের প্লানিং কমিটি। কমিটিতে অধ্যাপক ড. আলাউদ্দিন মজুমদারকে আহ্বায়ক করে সিন্ডিকেট সদস্য ড. নইম হাসান আওরঙ্গজেব চৌধুরী ও সহকারী অধ্যাপক তন্ময়ী হাসানকে সদস্য করা হয়। তদন্ত কমিটিকে সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সলিমুল্লাহ আনসারী বলেন, ‘এই অভিযোগের কোনো সত্যতা নেই। আমাকে ফাঁসানোর জন্যই এই ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।’

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক অধ্যাপক ড. মোদাব্বের আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছি। পাশাপাশি তাকে সাময়িক বরখাস্ত করার জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে।’

অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাইলে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা এ বিষয়ে চিঠি পেয়েছি। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এটার প্রসেসিং শুরু করতে পারিনি। বিশ্ববিদ্যালয় খুললে উপাচার্য বিষয়টি কার্যকর করবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা