× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেট্রোরেলের টিএসসি স্টেশন

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ঢাবিতে আনন্দ শোভাযাত্রা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ১৫:২৪ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৩ পিএম

টিএসসিতে মেট্রোরেল স্টেশন উদ্বোধনের উদ্বোধনকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রবা ফটো

টিএসসিতে মেট্রোরেল স্টেশন উদ্বোধনের উদ্বোধনকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মেট্রোরেল স্টেশনের উদ্বোধনকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগের উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এটি  রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে পুনরায় রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। 

এর আগে ভাস্কর্য চত্বরে দেখা যায় শিল্পীরা ‘সবকটা জানালা খুলে দাওনা, আমি গাইবো গাইবো বিজয়ের গান’ গাইছে আর অন্যদিকে চিত্রশিল্পীরা আঁকাআঁকিতে তুলে ধরছে মেট্রোরেল এবং বর্তমান সরকারের উন্নয়নের মহাযজ্ঞকে। এর একটু দূরেই দেখা যায় ‘আমাদের মেট্রোরেল দেওয়ায় ধন্যবাদ শেখ হাসিনা’ লেখা ব্যানারে গণস্বাক্ষর কর্মসূচি চলছে। কিছুক্ষণ পর শুরু হয় নৃত্য। যখন এসব কর্মকাণ্ড চলমান তখন একটু পর পর মাথার ওপর দিয়ে চলাচল করছে রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল।
 

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়

সেখানে এক পর্যায়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তিনি বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে এসেছি। আপনারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ধন্যবাদ জানাতে চাই, থ্যাংক ইউ শেখ হাসিনা। আমরা কখনো স্বপ্নেও ভাবিনি আমাদের মাথার ওপর দিয়ে মেট্রোরেল চলে যাবে। এই স্বপ্নকে সত্যি করেছে শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুপরিকল্পিত নেতৃত্বে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে। তার নেতৃত্বে পদ্মাসেতু স্বনির্ভরতার প্রতীক। মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় আবারও থ্যাংক ইউ শেখ হাসিনা।’

উচ্ছ্বাস প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার জন্য টিএসসিতে মেট্রোরেলের স্টেশন দিয়েছেন। এতে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের জন্য উত্তরা-মতিঝিল যাতায়াত অধিকতর সহজ হবে। আমরা চাইলেই উত্তরা বা দূরবর্তী কোথাও টিউশনি করতে পারব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা