× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবির গণিত শেখার প্ল্যাটফর্ম ‘ম্যাথট্রনিক্স’ পেল আন্তর্জাতিক স্বীকৃতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩ ১৯:০৩ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩ ১৯:৩৫ পিএম

চবির গণিত শেখার প্ল্যাটফর্ম ‘ম্যাথট্রনিক্স’ পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। ছবি : সংগৃহীত

চবির গণিত শেখার প্ল্যাটফর্ম ‘ম্যাথট্রনিক্স’ পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে গড়ে ওঠা গণিত শেখার প্ল্যাটফর্ম ‘ম্যাথট্রনিক্স’ পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। 

সোমবার (২৭ নভেম্বর) বিকালে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা আলভি আহমেদ। 

আলভি আহমেদ বলেন, ‘’বাংলাদেশের শিক্ষা প্ল্যাটফর্মগুলো নিয়ে ফিনল্যান্ডভিত্তিক সেবামূলক সংস্থা 'হান্ড্রেড অ্যান্ড এডটেক হাব' ২৪ নভেম্বর বাংলাদেশের ১৬৮টি প্ল্যাটফর্ম থেকে শীর্ষ ১৫টিকে স্বীকৃতি দিয়েছে। যার মধ্যে আছে আমাদের গণিত শেখার প্ল্যাটফর্ম 'ম্যাথট্রনিক্স'।’’ 

তিনি আরও বলেন, ’আমরা প্রায় ২ বছর ধরে প্ল্যাটফর্মটি নিয়ে কাজ করছি। এ পর্যন্ত দেড় লক্ষাধিক শিক্ষার্থীকে গণিত পড়ানোর অভিজ্ঞতা হয়েছে। এ ছাড়া বাস্তব জীবনে গণিতের প্রয়োগ, অ্যানিমেটেড গল্পে গণিত, ডিজিটাল ইন্টারেক্টিভ ম্যাথ বুক, অগমেন্টেড রিয়েলিটি ফিচার ম্যাথট্রনিক্সের অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন গাণিতিক দক্ষতা নিয়ে কাজ করছি আমরা।’ 

প্ল্যাটফর্মটির আরেক সহপ্রতিষ্ঠাতা বৃষ্টি ফারজানা বলেন, ’শিক্ষার্থীরা প্রায় টিউশনের জন্য অতিরিক্ত অনেক সময় নষ্ট করে থাকে। কিন্তু ম্যাথট্রনিক্সের মাধ্যমে শিক্ষার্থীরা এখন ঘরে বসে টিউশন করতে পারছে।’ 

গণিত শিক্ষায় শিক্ষার্থীদের ভীতি দূর করতে অবদান রেখেছেন প্রতিষ্ঠানটির অন্য চার সদস্য জ্যোতি, মমশাদ, আরমান ও রিশাদ। 

গণিত শিক্ষায় শিক্ষার্থীদের ভয়ভীতি দূর করার লক্ষ্যে ২০২১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আলভি আহমেদ ও বৃষ্টি ফারজানা প্রতিষ্ঠা করেন গণিত শেখার প্ল্যাটফর্ম 'ম্যাথট্রনিক্স'। এ ছাড়া প্ল্যাটফর্মের উপদেষ্টা হিসেবে কাজ করছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ ইফতেখার মাহমুদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা