× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ, খুবির শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৪

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩ ১৯:১১ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩ ১৯:২৯ পিএম

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ, খুবির শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৪

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক তিন শিক্ষার্থীসহ চারজনকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার দিবাগত রাতে নগরীর হরিণটানার খানজাহান নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (২৬ নভেম্বর) কেএমপির পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক জানান, গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেট, জঙ্গিসংশ্লিষ্ট ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের খুলনা অঞ্চলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার চারজনের তিনজনই খুবির সাবেক ও বর্তমান শিক্ষার্থী। শাকিল আহম্মেদ খুবির ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে অর্নাস ও মাস্টার্স শেষ করে বর্তমানে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। রিজভী আজিম খান একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। পাশাপাশি তিনি সোনাডাঙ্গার প্যারেন্টস ইন্টারন্যাশনাল স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। আর মেহেদী হোসেন সালিত গণিত ডিসিপ্লিনের শিক্ষার্থী। 

আরেকজন হলেন আনিসুর রহমান রুহুল আমিন রকি। তিনি খুলনা অঞ্চলে হিজবুত তাহরিরের প্রধান হিসেবে প্রচার কার্যক্রম চালিয়ে আসেছিলেন। 

পুলিশ কমিশনার বলেন, ‘কেএমপি সব সময় অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, জঙ্গী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যুসহ সব অপরাধীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম চারটি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন ও হিজবুত তাহরির সংশ্লিষ্ট উগ্রবাদী বই, লিফলেট ও জঙ্গিসংশ্লিষ্ট ইলেকট্রনিক ডিভাইসসহ তাদের গ্রেপ্তার করে।’

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হরিণটানা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। 

খুবির ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর শরীফ হাসান লিমন বলেন, ‘আমি ঘটনাটি সম্পর্কে জেনেছি। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা