× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ২০:১১ পিএম

ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের বিভিন্ন সালের এম এস পরীক্ষা এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী ১০ শিক্ষার্থী ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক পেয়েছেন।

তাদের মধ্যে পাঁচ কৃতী শিক্ষার্থীকে ‘ড. এম ওসমান গণি স্বর্ণপদক’ ও পাঁচ কৃতী শিক্ষার্থীকে ‘জেবুন্নেসা-আলতাফ স্মৃতি স্বর্ণপদক’ প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন বর্ষের ১৩ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি লাভ করেছেন। 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিভাগীয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও বৃত্তির চেক তুলে দেন। মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ‘এসডাব্লিউইডি-ডিইউ ট্রাস্ট’ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ‘এসডাব্লিউইডি-ডিইউ ট্রাস্ট’ এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান অনুষ্ঠান সঞ্চালন করেন। 

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল যুগোপযোগী গবেষণার মাধ্যমে দেশের পরিবেশ ও জলবায়ু সংরক্ষণ, কৃষি উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। 

অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে ‘ড. সাহাব বাসিত বৃত্তি’, একজন  শিক্ষার্থীকে ‘ড. এফ আর খান ও মো. বাহাউদ্দিন চৌধুরী স্মৃতি বৃত্তি’, একজন শিক্ষার্থীকে ‘নাসিরা বেগম স্মৃতি বৃত্তি’এবং একজন  শিক্ষার্থীকে ‘মরিয়ম বেগম খান স্মৃতি বৃত্তি’প্রদান করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা