বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৭:৩৫ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৭:৩৭ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপকের মেয়েকে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের উপপ্রধান চিকিৎসক রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডা. রাজুর বিরুদ্ধে আনিত যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া অভিযোগ তদন্তের জন্য যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক অভিযোগ কমিটিকেও দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ৩০ অক্টোবর রাতে রাজশাহী নগরীর তালাইমারি এলাকার আমেনা ক্লিনিকে ওই চিকিৎসকের বিরুদ্ধে রাবির এক সহযোগী অধ্যাপকের কিশোরী মেয়েকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। অভিযুক্ত রাজু আহমেদ রাবির চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান চিকিৎসক হিসেবে কর্মরত। চাকরির পাশাপাশি বেসরকারি ক্লিনিকেও রোগী দেখেন তিনি।
এ ঘটনায় পরদিন ৩১ অক্টোবর নগরীর বোয়ালিয়া মডেল থানায় ভুক্তভোগী কিশোরীর মা ‘নারী ও শিশু নির্যাতন দমন’ আইনে মামলা করেন।
এজাহারে উল্লেখ বলা হয়, বাদী গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তালাইমারি আমেনা ক্লিনিকে রাজু আহমেদের চেম্বারে মেয়ের দাঁতের চিকিৎসা করাতে যান। একপর্যায়ে বাদীর মোবাইলে ফোন আসলে কথা বলার জন্য তিনি চেম্বারের বাইরে যান। তখন চিকিৎসক রোগীর দাঁতের চিকিৎসা করছিলেন। রোগীর মা বাইরে যাওয়ার সুযোগে রাজু রোগীর শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেন। মেয়েটি এসময় চিৎকার করলে তার মা চেম্বারে ঢুকে দেখেন মেয়ে কান্না করছে। পরে তিনি মেয়ের মুখে ঘটনার বিষয়ে বিস্তারিত শোনেন।
এ ঘটনার প্রতিকার চেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করেছেন অভিযোগকারী সহযোগী অধ্যাপক।
এদিকে এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে স্থায়ীভাবে চাকরিচ্যুতের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ কয়েকটি সংগঠন।