× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবরোধ সমর্থনে পুরান ঢাকায় জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৩:৫১ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৩:৫৫ পিএম

অবরোধ সমর্থনে পুরান ঢাকায় জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল। প্রবা ফটো

অবরোধ সমর্থনে পুরান ঢাকায় জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল। প্রবা ফটো

দ্বিতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে রাজধানীতে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতারা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুরান ঢাকার দয়াগঞ্জ মোড় এলাকায় তারা বিক্ষোভ মিছিল করেন।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক খন্দকার রাজ্জাকুর রহমান রাজ, জবি ছাত্রদলের সহসভাপতি আজিমুল হাসান চৌধুরী, জুলকার নাইন, শামিম হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক  মুসাব্বির মিল্লাত পাটোয়ারী, সুমন সর্দার, জাফর আহমেদ, সৌরভ আহমেদ, প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোস্তাফিজুর রহমান রুমি, রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) সাখওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, আসিফ আল ইমরান, মেহেদী হাসান অর্নব, সহসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয়, সাইদুল হাসান, মাসফিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুস শুক্কুর আইমান, সমাজ সেবা সম্পাদক রবিন মিয়া শাওন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-রায়হান হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক-রবিউল ইসলাম শাওন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক-মেহেদী হাসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোজাম্মেল মামুন ডেনি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-মিরাজ, সহ প্রচার সম্পাদক-মেহেদী হাসান, সদস্য-শিহাব সহ অর্ধশতাধিক নেতাকর্মী।

জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের ডাকা দ্বিতীয় ধাপের ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে থেকে পালন করছে। তারেক রহমান দেশ বাঁচানোর অবরোধ, গণতন্ত্র পুনরুদ্ধারের অবরোধ, ভোটাধিকার ফিরিয়ে আনার অবরোধ, ফ্যাসিস্ট সরকারের পতনের অবরোধ এদেশের সাধারণ মানুষ সফল করবে। ১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। দেশ ও দলের প্রয়োজনে রাজপথে শহীদ হবো তবুও আমাদের দাবি আদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করেই আমরা ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা