× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেকৃবি ছাত্রলীগের সম্মেলন ১ নভেম্বর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩ ১০:১৬ এএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩ ১০:৫৫ এএম

শেকৃবি ছাত্রলীগের সম্মেলন ১ নভেম্বর

প্রায় ছয় বছর পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে ১ নভেম্বর।

বুধবার (১৮ অক্টোবর) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সম্মেলন ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন ধরে পদপ্রত্যাশীদের চাওয়া ছিল নতুন সম্মেলন ও নেতৃত্ব। সম্মেলনের তারিখ নির্ধারিত হওয়ায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।

এ বিষয়ে শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘দীর্ঘদিন পরে নির্বাচন সামনে রেখে শেকৃবিতে সম্মেলন হতে যাচ্ছে। বর্তমানে ছাত্রত্ব আছে, বঙ্গবন্ধুর আদর্শ মনেপ্রাণে ধারণ করে এবং ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে এমন কর্মীদের সঙ্গে নিয়ে একটি জাঁকজমকপূর্ণ সমাবেশের আয়োজনের সর্বাত্মক চেষ্টা করব।’

এর আগে ১৮ সেপ্টেম্বর শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি এবং স্থবিরতা নিয়ে ‘মেয়াদোত্তীর্ণ কমিটিতে খুঁড়িয়ে চলছে শেকৃবি ছাত্রলীগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে প্রতিদিনের বাংলাদেশ। প্রায় এক মাস পর গতকাল (বুধবার) সম্মেলনের তারিখ ঘোষণা করে সংগঠনটি।

২০১৭ সালের ২৮ নভেম্বর এসএম মাসুদুর রহমান মিঠুকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য শেকৃবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা