× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্টমার্টিনে আটকা জবির ৩৮ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩ ১৯:৩৫ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩ ২০:৩২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৮ জন শিক্ষার্থী সেন্টমার্টিনে আটকা পড়েছেন। প্রবা ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৮ জন শিক্ষার্থী সেন্টমার্টিনে আটকা পড়েছেন। প্রবা ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৩৮ জন শিক্ষার্থী সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ব্যাচ ট্যুরে গিয়ে তারা সেখানে আটকা পড়েছেন। 

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সেন্টমার্টিন থেকে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তাদের ফেরার কথা থাকলেও সমুদ্রের লঘুচাপের কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় তারা ফিরতে পারেননি। 

ট্যুর গাইড আব্দুল বারেক ও আটকা পড়া একাধিক শিক্ষার্থী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যুরে যাওয়া শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার ফেরার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে ফেরা সম্ভব হয়নি। শুক্রবার শিপ বন্ধ থাকায় শনিবার তারা ফেরার চিন্তা করছেন। সেখানে মাছ, মাংস এসবের সংকট থাকলেও ভাত, ডাল শুকনা খাবার পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। 

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল বারেক বলেন, ‘আমাদের আজকে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ বন্ধ তাই যেতে পারিনি।’

বাঁধন জবি ইউনিটের সাধারণ সম্পাদক আলেমা আক্তার লিজা বলেন, ’বৈরী আবহাওয়ার কারণে দুদিন শিপ বন্ধ ছিল। এখন আবহাওয়া ঠিক হলেও যাত্রী সংকটের কারণে নাকি শিপ ছাড়ছে না। শিপ ও ট্রলার চলাচল বন্ধ থাকায় দ্বীপে খাবার সংকট বাড়ছে। এখনও চরম আকার না নিলেও কাল কী হবে বোঝা যাচ্ছে না।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘দ্বীপে তরিতরকারি, ডিম, ব্রয়লার মুরগি নেই। কিছু দোকানে আলু, চাল ও ডাল রয়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরাও বন্ধ রয়েছে। দ্বীপের সাড়ে ১০ হাজার বাসিন্দা, হোটেল ও রিসোর্টগুলোর কর্মচারীসহ প্রায় ১২ হাজারের মতো। তারাও নিত্যপণ্যের সংকটের কারণে ভোগান্তিতে পড়েছে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। দ্বীপের বাসিন্দা ও পর্যটকদের কথা বিবেচনা করে নিত্যপণ্য-সামগ্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে সার্ভিস ট্রলারে করে মালামাল পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে। চারটি বোটে সেখানে খাবার পাঠানো হয়েছে।’

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সেলিম হোসেন বলেন, ‘আবহাওয়া অধিদপ্তরের জারি করা সতর্ক সংকেত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বলবৎ থাকায় পর্যটকবাহী জাহাজ টেকনাফ থেকে ছেড়ে আসেনি। ফলে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের আজও দ্বীপে অবস্থান করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘আমি শুনেছি ৩৮ জন শিক্ষার্থী সেন্টমার্টিনে আটকা পড়েছে। তারা হোটেলে অবস্থান করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তো তারা আসতে পারবে না। আর্থিক প্রয়োজন হলে বিভাগ তা দেখবে। আর প্রশাসনিক কোনো সহায়তা লাগলে আমরা তো আছি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা