× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌন হয়রানির সত্যতা পাওয়ায় ঢাবি শিক্ষক সাময়িক বরখাস্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:১১ এএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:১৭ এএম

যৌন হয়রানির সত্যতা পাওয়ায় ঢাবি শিক্ষক সাময়িক বরখাস্ত

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটউটের (আইবিএ) শিক্ষক ওয়াসেল বিন সাদাতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে অধিকতর তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত থাকা একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

গত আগস্ট মাসে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ওয়াসেল বিন সাদাতের কক্ষে তার থিসিস জমা দিতে এসে যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন। ওয়াসেল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি কোর্সের এক্সটারনাল হিসেবে দায়িত্বরত।

অভিযোগপত্রে ওই ছাত্রী উল্লেখ করেন, অধ্যাপক ওয়াসেল তার থিসিস সুপারভাইজার। গত ১৫ আগস্ট থিসিসের বিষয়ে দেখা করতে এলে তিনি অত্যন্ত অমার্জিত আচরণ করতে শুরু করেন। পরে শিক্ষক মৌখিক ও শারীরিকভাবে হয়রানি করেন। ওইদিন অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় পুরো ভবন খালি ছিল।

নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অভিযুক্ত এক শিক্ষকের বিরুদ্ধে আনা যৌন হয়রানির বিষয়ে তদন্ত কমিটি প্রাথমিক সত্যতা পেয়েছে। তাই তাকে সাময়িক বরখাস্ত করেছে সিন্ডিকেট। অধিকতর তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা