গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩২ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২০ পিএম
হোস্টেল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। প্রবা ফটো
গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ‘মহিলা’ হোস্টেল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে তারা অধ্যক্ষের রুমের সামনে আন্দোলন শুরু করে।
শিক্ষার্থীরা বলছেন, গত জুলাইয়ে হল খরচ বাবাদ এক বছরের সব খরচ তারা জমা দিয়েছেন। কিন্তু ২০ দিনও হলে থাকতে পারেনি। অধ্যক্ষ বারবার আশ্বাস দিলেও হল খুলে দিচ্ছে না।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত আগস্টের ৮ তারিখ হঠাৎ নোটিশ দিয়ে হল বন্ধ করে দেওয়া হয়। অনেক শিক্ষার্থী বাড়িতে ছিল। তারা কিছুই হল থেকে নিতে পারেনি। এ ছাড়া শিক্ষার্থীদের বই, জামাকাপড়, রেজিস্ট্রেশন কার্ড সব হলে রয়েছে। এ অবস্থায় পড়াশোনা ব্যাপক ক্ষতি হচ্ছে।
ঝুমু ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, আগামী মাস থেকে ১ম বর্ষের পরীক্ষা। আশেপাশে কোথাও বাসা পাওয়া যাচ্ছে না। আজকের মধ্যে সমস্যার সমাধান না করলে মহাসড়ক অবরোধ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদা সিকদার বলেন, ছেলেদের হোস্টেলে ঝামেলা এজন্য হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন মেয়েদের হল খুলে দিলে ছেলেরাও দাবি করবে। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজে এসেছি। বিকালে একটি মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।