জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৩ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৮ পিএম
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ। প্রবা ফটো
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেইজ হ্যাকিংয়ের শিকার হয়েছে। ফিলিপাইনের কোনো হ্যাকার পেজের নিয়ন্ত্রণে নিয়েছে বলে ধারণা করছে কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে হ্যাকাররা পেইজটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় জানান সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ।
তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ফিলিপাইন হ্যাকাররা গত ১০-১২ দিন আগে পেইজটি হ্যাক করেছে। আজ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এ নিয়ে থানায় জিডি করেছি। ঢাকাতে সাইবার ইউনিটের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। আমাদের আইটি বিশেষজ্ঞরা পেইজটি উদ্ধার চেষ্টা করছে।
পেইজটি কেনো হ্যাক হলো, হ্যাকাররা কোনো কিছু দাবি করেছে কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, পেইজ তো আজ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। এখন পর্যন্ত কিছু জানা যায়নি কেন করলো। কিছু দাবিও করেনি।
কলেজের ভেরিফাইড পেইজটিতে দেখা গেছে, প্রথমে প্রোফাইলের ছবি, কাভারের ছবি, ইমেইল এবং কলেজের নামের পাশে (দ্য শো বিউটি) লেখা হয়েছে। পেইজে দেওয়া কলেজের ই-মেইল পরিবর্তন করে একটি বিউটি শপের ইমেইল ঠিকানা যুক্ত করা হয়েছে। এ ছাড়া পেইজ ক্যাটাগরি পাল্টে দেওয়া হয়েছে। ওয়েবসাইটের ঠিকানা ও পেইজের নাম কোনটা রাখবে সেটা জানতে চেয়ে ইংরেজিতে একটা পোস্টও করেছে হ্যাকারা।