বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:১১ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪১ পিএম
ফাইল ফটো
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে উৎসাহিত করতে মেধার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে আরও তিনটি অ্যাওয়ার্ড দেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন।
৫৪ তম রিজেন্ট বোর্ডে নতুন তিনটি অ্যাওয়ার্ড চালু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রবর্তিত নতুন তিনটি অ্যাওয়ার্ড হলো, ডিনস মেরিট অ্যাওয়ার্ড, ভাইস-চ্যান্সেলর্স মেরিট অ্যাওয়ার্ড এবং চ্যান্সেলর্স গোল্ড মেডেল অ্যাওয়ার্ড। এর আগে শুধু ডিনস লিস্ট অ্যাওয়ার্ড দেওয়া হতো।
কোনো শিক্ষার্থী একটি একাডেমিক বর্ষে পরপর দুটি সেমিস্টারে কোনো কোর্সে এফ গ্রেড ছাড়া গড় সিজিপিএ ৩.৭৫ (৪ এর মধ্যে) বা এর বেশি পেলে তিনি ডিনস লিস্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হবেন। এর আগে এই অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা বছরে বারশ’ টাকার মেধাবৃত্তি পেতেন। রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সেই টাকার পরিমাণ বাড়িয়ে দশ হাজার করা হয়েছে।
তবে, একই একাডেমিক বর্ষে ডিনস মেরিট অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থী ডিনস লিস্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হবেন না। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিয়ম না মানায় শাস্তিপ্রাপ্ত কিংবা কারণ দর্শানো নোটিশ পাওয়া শিক্ষার্থীরা এই পুরস্কার পাবেন না।
রসায়ন বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী ফারজানা তানজিম বলেন, ‘আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের এরকম শিক্ষার্থীবান্ধব চিন্তা শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে।’
বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াছিন প্রধান বলেন, এ ধরনের পুরস্কারের প্রচলন অত্যন্ত আনন্দের। এতে মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহিত হবে এবং শিক্ষার্থীদের মাঝে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে।