× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুবির চার ছাত্রকে সাময়িক বহিষ্কার জরিমানা ও শোকজ

খুলনা অফিস

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৯ পিএম

খুবির চার ছাত্রকে সাময়িক বহিষ্কার জরিমানা ও শোকজ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চার ছাত্রকে ছাত্রাবাসে মাদক সেবনের অভিযোগে সাময়িক বহিষ্কার ও ১০ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে আত্মপক্ষ সমর্থনের জন্য তাদের কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাময়িত বহিষ্কৃতদের তিনজন নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের এবং একজন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ভবিষ্যৎ বিবেচনায় তাদের নাম প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার গভীর রাতে ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলসংলগ্ন কয়েকটি ছাত্রাবাসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ছাত্রাবাসে অভিযানকালে চারজন ছাত্রকে মাদক সেবনের প্রস্তুতির সময় হাতেনাতে আটক করা হয়। পরে বৃহস্পতিবার বিকালে শৃঙ্খলা কমিটির সভায় তাদের তিন সেমিস্টারের জন্য সাময়িক বরখাস্ত, প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অভিভাবকদের জরুরিভাবে তলব করা হয়। একই সঙ্গে তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য ১০ দিনের সময় দিয়ে শোকজ করা হয়েছে। 

বহিষ্কৃতদের জবাব পাওয়ার পর চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শরীফ হাসান বলেন, জবাব সন্তোষজনক হলে শাস্তি পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা