× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকৃবিতে টেকনোলজি পার্কের উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ২২:১৮ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৩ পিএম

নেত্রকোণার পূর্বধলায় স্বপ্ননীড় এগ্রো ফার্মে  টেকনোলজি পার্কটি যৌথভাবে উদ্বোধন করা হয়েছে। প্রবা ফটো

নেত্রকোণার পূর্বধলায় স্বপ্ননীড় এগ্রো ফার্মে টেকনোলজি পার্কটি যৌথভাবে উদ্বোধন করা হয়েছে। প্রবা ফটো

দেশের কৃষিকে যান্ত্রিকীকরণের অংশ হিসেবে নেত্রকোণার পূর্বধলায় স্বপ্ননীড় এগ্রো ফার্মে একটি টেকনোলজি পার্কের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (৬ সেপ্টেম্বর) টেকনোলজি পার্কটি যৌথভাবে উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রশান্ত কে কালিতা ও মেটাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদিক জামিল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এপ্রোপ্রিয়েট স্কিল মেকানাইজেশন ইনোভেশন হাব (আসমি) প্রজেক্টের সহযোগিতায় পার্কটি স্থাপন করা হয়। 

টেকনোলজি পার্কটিতে ধানের বীজতলা তৈরি ও রোপণ থেকে শুরু করে ফসল বস্তাবন্দি পর্যন্ত প্রায় সব ধরনের আধুনিক মেশিন রয়েছে। এর মধ্যে তিনটি কম্বাইন হারভেস্টার, একটি রাইস ট্রান্সপ্ল্যান্টার, একটি ট্রাক্টর, একটি সিডার, একটি চপার মেশিন, একটি সিড ট্রে প্রিপারেশন মেশিনসহ অন্যান্য মেশিন রয়েছে। এ পার্ক থেকে কৃষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে আধুনিক কৃষি যন্ত্রের বিভিন্ন প্রশিক্ষণ ও সেবা দেওয়া হবে। 

আসমি প্রকল্পের পরিচালক অধ্যাপক মঞ্জুরুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাকৃবি কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক চয়ন কুমার সাহা, সেনেগালের ইনস্টিটিউট সেনেগালাইস দ্য রিসারসেস এগ্রিকোলস-এর পরিচালক ড. অ্যালিয়্যুফায়ে, পূর্বধলা উপজেলা কৃষি অফিসার আলমগীর কবির প্রমুখ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মঞ্জুরুল আলম বলেন, কৃষি ক্ষেত্রে সুবিধা কম হওয়ায় এবং অন্যান্য কর্মক্ষেত্রে ঝুঁকে পড়ায় কৃষি শ্রমিক দিন দিন কমে যাচ্ছে। যান্ত্রিকীকরণের ফলে কৃষিতে পূর্বের তুলনায় অনেক সুবিধা বাড়বে এবং কৃষকের মাঝে আগ্রহ বৃদ্ধি পাবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা